খেলার মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বছর ৩৫’এর ভারতীয় ক্রিকেটার ইমরান

Spread the love

রোজদিন ডেস্ক :- ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সূচনাটা বেশ ভালই করেছে টিম ইন্ডিয়া। বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে ভারতীয় দল অস্ট্রেলিয়া বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে নেয়। ভারতীয় দলের দুর্দান্ত প্রদর্শনের পরে আজ তারা অস্ট্রেলিয়ায় প্রাইম মিনিস্টার একাদশের মুখোমুখি হতে চলেছেন , এই ম্যাচটি গোলাপি বলে খেলা হবে।

কিন্তু ভারত বনাম অস্ট্রেলিয়া এই ম্যাচের আগেই উঠে আসলো এক দুঃসংবাদ। খেলতে খেলতে মাঠেই মৃত্যু হল ক্রিকেটারের। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুণেতে। জানা গিয়েছে, ম্যাচ চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়েছেন ইমরান প্যাটেল নামের এক ক্রিকেটার। হাসপাতালে নিয়ে যাওয়ারও সময় টুকুও ছিল না, মাঠের মধ্যেই প্রাণ হারান ইমরান। জানা গিয়েছে, বৃহস্পতিবার পুণের গারওয়ারে স্টেডিয়ামে খেলতে নেমেছিল দুই দল। সেখানেই খেলতে নেমেছিলেন ইমরান। বছর ৩৫’এর অলরাউন্ডার ইমরান ব্যাটিং করতে নেমে একটি বাউন্ডারি হাঁকান।
তার পরেই নাকি অস্বস্তি অনুভব করতে শুরু করেন ইমরান। আম্পায়ারকে তিনি জানিয়েওছিলেন যে তার হাতে ও বুকে যন্ত্রনা হচ্ছে। তার শারীরিক অবস্থা দেখে আম্পায়ার ইমরানকে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে বলেন। কিন্তু মাঠ ছেড়ে বার হওয়ার সময় আচমকাই লুটিয়ে পড়েন ইমরান। সঙ্গে সঙ্গে বাকি ক্রিকেটাররা ছুটে আসেন তাঁর কাছে। তাঁকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ইমরানকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন বছর ৩৫’এর ইমরান। জানা গিয়েছে, ইমরানের তিন কন্যা সন্তান রয়েছে, মাত্র চার মাস আগেই তার তৃতীয় কন্যা সন্তান জন্ম নিয়েছিল। ইমরানের কথা বলতে গেলে, তিনি ক্রিকেট খেলার পাশাপাশি জুসের দোকানও চালাতেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*