ডিসেম্বর থেকে রাজ্যে আরও ৫ লাখ মহিলা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, বিধবা ভাতাতেও বাড়ল নতুন বিধবা মহিলাদের সংখ্যা

Spread the love

রোজদিন ডেস্ক:- ডিসেম্বর মাস থেকে রাজ্যের আরও ৫ লাখ ৭ হাজার মহিলা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা পেতে চলেছেন। বৃহস্পতিবার নবান্ন থেকে এমনই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘দুয়ারে সরকার’, ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে অনেকেই নতুন করে এই প্রকল্পের আওতায় আসার জন্য আবেদন জানিয়েছিলেন। তাঁদের সমস্ত তথ্য যাচাই করে এই ৫ লাখ ৭ হাজার ‘যোগ্য’-দের নতুন করে দেওয়া হবে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা। এছাড়াও, ডিসেম্বর থেকে ৪৩৯০০ বিধবা মহিলা নতুন করে বিধবা ভাতা পাবেন।

তৃতীয়বার বাংলায় বিপুল ক্ষমতা নিয়ে মসনদে বসার পর ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করেন মমতার সরকার। সেই প্রকল্প ইতিমধ্যেই দেশ তথা বিশ্বের দরবার জনপ্রিয়তা পায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘বাংলা প্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল। এখন বাংলা মডেল হয়ে গিয়েছে।’ এবার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নবান্নের সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বর থেকে আরও ৫ লক্ষ ৭ হাজার মহিলার নাম যুক্ত হবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। অর্থাৎ ডিসেম্বর থেকে রাজ্যের প্রায় ২ কোটি ২১ লক্ষ মহিলা সুবিধা পাবেন এই প্রকল্পের। এর জন্য সরকারের খরচ হবে ৬২৫ কোটি টাকা।
এরই সঙ্গে তিনি জানান, বিধবা ভাতার ক্ষেত্রেও বাড়ানো হবে সংখ্যা। ৪৩৯০০ বিধবা মহিলাদের নতুন করে ডিসেম্বর থেকে ভাতা দেওয়া হবে। এর জন্য ৩ হাজার কোটি অধিক খরচ হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*