আজ ৫ সেপ্টেম্বর পালিত হলো শিক্ষক দিবস , ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন..

Spread the love

 

রোজদিন ডেস্ক:-

শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষা গুরু যাঁরা,তারা হলেন মানুষ গড়ার কারিগর। কিন্তু বর্তমান পরিস্থিতিতে হয়তো শিক্ষক – শিক্ষিকা রাও চিন্তিত, এই ভেবে যে, তাঁরা সত্যি মানুষ গড়তে পারছেন তো? তবুও তারা হাল ছাড়তে নারাজ, তাঁদের ভাণ্ডার উজাড় করে দিতে রাজি সবসময় ওনারা। তাঁদের এই মহান কর্ম কে শ্রদ্ধা জানিয়ে, এই বিশেষ দিন নিয়ে দুই একটা কথা আমরাএকটু জেনে নিই।
শিক্ষক দিবস হলো শিক্ষকদের সম্মানার্থে পালিত একটি বিশেষ দিবস যা বাংলাদেশ এবং ভারতসহ পৃথিবীর বহু দেশে ভিন্ন ভিন্ন দিনে উদযাপিত হয়। এদিন শিক্ষকদেরকে তাদের নিজস্ব কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়। ভিন্ন ভিন্ন দিনে উদযাপিত হলেও অক্টোবর ৫ তারিখ ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব শিক্ষক দিবস।
কিন্তু ভারতে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। সারাদেশে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এইদিনে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ‍্যমে উদযাপন করা হয় শিক্ষক দিবস।
ভারতের শিক্ষক দিবস স্বাধীন ভারতের প্রথম সহ-রাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে পালন করা হয়। একজন প্রখ্যাত পণ্ডিত, দার্শনিক, এবং ভারতরত্ন প্রাপক, ডঃ রাধাকৃষ্ণান ৫ সেপ্টেম্বর, ১৮৮৮ সালে জন্মগ্রহণ করেন। রাধাকৃষ্ণান চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
১৯৬২ সালে, রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর, তাঁর ছাত্ররা তাঁর জন্মদিন উদযাপনের অনুমতি চেয়ে অনুরোধ করেন। তিনিই তাঁদের এইদিনকে শিক্ষক দিবস হিসাবে পালন করতে বলেছিলেন, তাঁর কথায় “আমার জন্মদিনকে আলাদাভাবে পালন করার পরিবর্তে, যদি ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তবে এটি আমি বেশি আনন্দ পাবো”।
তাই, বিশ্বব্যাপী শিক্ষক দিবস ৫ অক্টোবর পালিত হলেও, ভারতে ১৯৬২ সাল থেকে ৫ সেপ্টেম্বর উদযাপন করা হয় শিক্ষক দিবস।
আজকের এই বিশেষ দিনে রোজদিনের পক্ষ থেকে সকল শিক্ষক দের জন্য রইলো শুভ কামনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*