মহুয়া মৈত্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি ৬ বিধায়কের

Spread the love

রোজদিন ডেস্ক :- কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার সরব হয়েছেন স্থানীয় বিধায়করা। বিধায়কদের দাবি, মহুয়া মৈত্রকে কৃষ্ণনগর জেলা সাংগঠনিক সভাপতির পদ থেকে সরানো হোক। কারণ তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় সংগঠনের কার্যক্রমে মনোযোগী নন এবং দিল্লির কাজেই বেশি ব্যস্ত থাকেন। এই দাবিতে বিধায়কেরা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চিঠি লিখেছেন।

হাতে মাত্র আর ১৫ মাস। তারপরই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন শুরু হবে বাংলায়। সেখানে ২০২৪ সালের শেষেই নদিয়ার তৃণমূল কংগ্রেসের সংগঠনে এই গৃহযুদ্ধ নতুন এক মাত্রা এনে দিলো।

নয়াদিল্লিতে এখন শীতকালীন অধিবেশন চলছে। যেখানে ব্যস্ত সাংসদ মহুয়া মৈত্র। আর তাঁর আড়ালেই এমন সিদ্ধান্ত নিলেন বিধায়করা। তাঁদের বক্তব্য, নয়াদিল্লিতে বেশি সময় কাটান মহুয়া মৈত্র। তাই দলের কাজে তাঁকে পাওয়া যায় না বলে অভিযোগ।

কৃষ্ণনগরের সাংসদকে সরানো নিয়ে বিধায়কদের মূল বক্তব্য হলো, প্রত্যেক বিধানসভায় বিধায়কের সমান্তরাল সংগঠন গড়ে তুলছেন সাংসদ মহুয়া মৈত্র। সাংসদকে স্থানীয় সংগঠনের কাজে পাওয়া যায় না। দিল্লির কাজে বেশি ব্যস্ত থাকেন। নিজের সংসদীয় এলাকায় কম সময় দেন। মহুয়ার পরিবর্তে অন্য কাউকে সভাপতি করা হোক। চিঠিতে ঠিক এই কথাগুলি উল্লেখ করেছেন ৬ জন বিধায়ক।বিধায়কদের এই চিঠির খবর পেয়েছেন মহুয়া মৈত্র। তবে তিনি এখনই তাতে আমল দিতে নারাজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*