রোজদিন ডেস্ক,কলকাতা:- উত্তর তুরস্কের বলু প্রদেশের কাটালকায়া স্কি রিসর্টে লাগলো ভয়াবহ আগুন। ভয়ংকর আগুনে পুড়ে ছাই আস্ত একটি স্কি রিসর্ট। এলাকায় বরফ পড়ায় রিসর্ট ছিল পর্যটকে ভরা। এর মধ্যেই মঙ্গলবার উত্তর তুরস্কের ওই রির্সটে আগুন লেগে যায়। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৬৬ জনের। আহত কমপক্ষে ৫১। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আগুনে পুড়ে মারা যাওয়ার প্রাশাপাশি অনেকের মৃত্যু হয়েছে উপরতলা থেকে ঝাঁপ দিয়ে। ফলে যারা আহত হয়েছে তাদের অনেকের আঘাত গুরুতর। আগুন লাগার পরে রিসর্টে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকে পদপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয় প্রশাসনের দাবি মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ ওই রিসর্টে আগুন লেগে যায়। আগুন লাগার কারণ জানা না গেলেও গোটা রিসর্টটিই চলে যায় আগুনের গ্রাসে। রিসর্টটি একটি টিলার উপরে তৈরি করা হয়েছিল। ফলে সেখানে তড়িঘড়ি পৌঁছে দমকলকে হিমসিম খেতে হয়। ফলে আগুন নেভানো বা পর্যটকদের উদ্ধারের কাজ শুরু করতেই দেরি হয়ে যায়।
বলুর গভর্নর আব্দুল আজিজ আয়দিন সংবাদমাধ্যমে বলেন, রিসর্টে ছিলেন ২৩৪ জন পর্যটক। আগুন নেভাতে দমকলের ৩০ ইঞ্জিন ও ২৮টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়। উদ্ধার কাজে নামেন ২৬৭ জন কর্মী।
Be the first to comment