জার্মানিতে হামলায় জখম ৭ ভারতীয়, নিহত ৫, নিন্দায় সরব নয়াদিল্লি

Spread the love

রোজদিন ডেক্স: বড়দিনের প্রস্তুতির জন্য কেনাকাটায় ব্যস্ত ছিলেন সকলে। সেই সময় হঠাৎ একটি গাড়ি দ্রুতগতিতে এসে পিষে দিয়ে যায় সকলকে। জার্মানির ম্যাগদেবর্গের বাজারের ভয়াবহ সেই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ জন হয়েছে। আহতর সংখ্যা ছুঁয়েছে ২০০। প্রশাসনিক সূত্রে খবর, আহতদের মধ্যে ৭ জন ভারতীয় রয়েছেন। ঘটনায় তীব্র নিন্দা জানাল নয়াদিল্লি।
জার্মানির স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ ম্যাগদেবর্গের ভিড়ে ঠাসা বাজারে দ্রুতগতির গাড়ি নিয়ে ঢুকে পড়ে এক ব্যক্তি। পিষে দিয়ে যায় একাধিক মানুষকে। প্রশাসনিক সূত্রে খবর, ভয়াবহ এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৯ বছরের একটি শিশুও রয়েছে। আহত হয়েছেন ২০০ জন।
এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। গাড়ি হামলাকে ‘ভয়াবহ’ ও ‘অর্থহীন’ বলে সমালোচনা করেছে বিদেশমন্ত্রক। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বার্লিনে ভারতীয় দূতাবাসের তরফে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব রকম পদক্ষেপ করা হয়েছে। আহতদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে জার্মানির ‘ইন্ডিয়ান মিশন’। মন্ত্রক সূত্রে খবর, ইতিমধ্যেই প্রাথমিক চিকিৎসার পর ৩ জনকে ছেড়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে বাকি ৪ জনের এখনও চিকিৎসা চলছে।


জার্মানিতে বড়দিন পালনের ঐতিহ্য শতাব্দী প্রাচীন। সে দেশে এই উৎসবের গুরুত্বও অপরিসীম। ইউরোপের এই দেশে ধুমধাম করে পালিত হয় এই উৎসব। তাই উৎসবের প্রস্তুতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা চরমে থাকে। প্রতি বছর এই উৎসবকে কেন্দ্র করে ম্যাগদেবর্গের স্যাক্সনি-অনহল্টে বিশাল বাজারটি বসে। শুক্রবার সেই বাজারেই হামলা হয়। বড়দিনের মাত্র কয়েকদিন আগে এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে।
অবশ্য, গাড়ির চালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ম্যাগদেবর্গের পুলিশ। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি সৌদি আরবের বাসিন্দা। জানা গিয়েছে, ২০০৬ সাল থেকে জার্মানিতে বসবাস করছেন ৫০ বছর বয়সি ওই ব্যক্তি। ম্যাগদেবর্গ থেকে দক্ষিণে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত বার্নবর্গ শহরে ডাক্তারি পেশার সঙ্গে তিনি।
প্রসঙ্গত, ৮ বছর আগে এমনই এক হামলা হয় রাজধানী বার্লিনে। সেই বারও বড়দিনের ঠিক আগে ভিড়ে ঠাসা শহরের একটি বাজারের মধ্যে প্রবল গতিতে ঢুকে পড়ে গাড়ি। ভয়াবহ সেই ঘটনায় ১৩ জনের মৃত্য হয়। আহত হন আরও অনেকে। তদন্তে জানা যায়, হামলাকারী এক ইসলামী চরমপন্থী। ঘটনার কয়েকদিন পরে ইতালির একটি শুটআউটে মারা যান অভিযুক্ত ব্যক্তিটি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*