খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে ৭৫ টাকার কয়েন ৷ মঙ্গলবার নতুন ৭৫ টাকার কয়েনের কথা ঘোষণা করেছে ৷ মঙ্গলবার আন্দামান নিকোবরের রাজধানী পোর্টব্লেয়ারে নেতাজি সুভাষ চন্দ্র বোস প্রথম দেশের পতাকা উত্তোলন করেছিলেন ৷ এর ৭৫ বছরের পূর্ণ হওয়ার উপলক্ষ্যে ৭৫ টাকার কমেমোরেটিভ কয়েন আনার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার ৷ অর্থ মন্ত্রকের তরফে এই বিষয়ে নোটিফিকেশন জারি করা হয়েছে ৷
৭৫ টাকার কয়েনের বৈশিষ্ট:
নোটিফিকেশন অনুযায়ী, এই কয়েনের ওজন ৩৫ গ্রাম এতে ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা ও ৫-৫ শতাংশ নিকল ও জিঙ্ক থাকবে কয়েনে সেলুলর জেলের পিছনে পতাকাকে স্যালুট করছেন নেতাজি তার ছবি থাকবে কয়েনে হিন্দি ও দেবনগরীতে প্রথম পতাকা উত্তোলন দিবস লেখা থাকবে
৩০ ডিসেম্বর ১৯৪৩ সালে পোর্ট ব্লেয়ারে প্রথম পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস ৷ সেই সময় অবশ্য জাতীয় পতাকা অনেকটাই আলাদা ছিল ৷ ১৯৮৭ পর্যন্ত একাধিকবার বদলেছে ভারতের জাতীয় পতাকা ৷
Be the first to comment