আজকের দিন

Spread the love

রজনীকান্ত (শিবাজী রাও গায়কবাড়)

(জন্ম- ১২ই ডিসেম্বর, ১৯৫০)
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক প্রতীক। তিনি চলচ্চিত্র জগতে অভিষেক করেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তামিল সিনেমা অপূর্ব রাগাঙ্গাল (১৯৭৫) এ অভিনয়ের মাধ্যমে, এই সিনেমার পরিচালক কে.বলচন্দ্র, যার উপদেশে তিনি সিনেমাতে অভিনয় করেন। ভারতের বিভিন্ন অঞ্চলের সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রসহ অন্যান্য দেশের সিনেমাতেও অভিনয় করেছেন।
.
রজনীকান্ত চলচ্চিত্রে তার অভিনয় শুরু করেন তামিল সিনেমা অপূর্ব রাগাঙ্গাল (১৯৭৫) এর মাধ্যমে। কে.বলচান্দের, যে তাকে শ্রীবিদ্যার স্বামী হিসেবে ছোট চরিত্রে অভিনয়ের জন্য সুযোগ দিয়েছিলেন। এই সিনেমাটি মুক্তির পর থেকে দুইজন বিশাল ব্যবধান বয়সী মানুষের দৈহিক সম্পর্কের কথা সিনেমায় প্রদর্শিত হওয়ার কারণে অনেক বিতর্কের সম্মুখীন হয়।যাহোক, এই সিনেমাটি সমালোচকদের প্রচুর প্রশংসা অর্জন করে এবং ২৩ তম জাতীয় চলচ্চিত্র উৎসবে “সেরা তামিল চলচ্চিত্র” এর পুরস্কারদহ মোট তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। হিন্দু পত্রিকায় এই সিনেমা সম্পর্কে বলা হয় যে, “নতুন অভিনেতা রজনীকান্ত মহীয়ান এবং চিত্তাকর্ষক”।
.
রজনীকান্তকে তার সময়ে গণমাধ্যমে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা হিসেবে স্বীকৃত দেওয়া হয়। তার জনপ্রিয়তার সম্পর্কে বলা হয় যে, “ফিল্মে তার অদ্বিতীয় কথনশৈলী এবং প্রকাশভঙ্গী, সাথে সাথে রাজনৈতিক বক্তব্য এবং মানবপ্রীতি যে কোনো মানুষের মনকে আকৃষ্ট করে”।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

যুবরাজ সিং

( জন্ম ডিসেম্বর ১২ ১৯৮১,চন্ডীগড়, ভারত)
তিনি ভারতীয় ক্রিকেট দলের সদস্য। তিনি সাবেক ভারতীয় ফাস্ট বোলার এবং পাঞ্জাবী চলচ্চিত্র তারকা যুগরাজ সিংয়ের পুত্র। তিনি ২০০০ (ওডিআই)সালের পর থেকে ভারতীয় ক্রিকেট দলেরর একজন সদস্য এবং তার প্রথম টেস্ট ম্যাচ খেলেন ২০০৩ সালে।
.
একদিনের আন্তর্জাতিক, টেস্ট ও ২০-২০ বিশ্বকাপে তাঁর অসামান্য অবদান আছে। দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০-২০ বিশ্বকাপে তাঁর ৬ বলে ৬টা ছয় মারার রেকর্ড আজও ক্রীড়াপ্রেমীদের মুগ্ধ করে। এছাড়াও তিনি বহু রেকর্ড গড়েছেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

শরদ পাওয়ার

জন্মঃ ১২ ডিসেম্বর ১৯৪০
তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ। ১৯৯৯ সালে ইন্ডিয়ান ন্যাশানাল কংগ্রেসের থেকে বিভাজিত হওয়া
ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টির সভাপতি ছিলেন তিনি।
তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রীত্ব পদে নিযুক্ত।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*