ভারতে প্রথমবার চালানো হল সি প্লেন, সফর করলেন প্রধানমন্ত্রী

Spread the love

দেশের মাটিতে প্রথমবার সি প্লেন উড়ান চালানো হল গুজরাটের সবরমতী নদীতে। সবরমতী নদী থেকে সি প্লেনে চড়ে ধারোই ড্যাম রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধারোই ড্যামে নেমে অম্বাজি মন্দিরে যাবেন প্রধানমন্ত্রী। সবরমতী নদী থেকে ধারোই ড্যামের দূরত্ব প্রায় ১৮০ কিমি। আমেদাবাদে রোড শো বাতিল হওয়ায় বিকল্প প্ল্যান বেছে নেন নমো।

আমেদাবাদের ধারনিধর ডেরাসর থেকে বাপুনগর পর্যন্ত মোদীর রোড শো করার কথা ছিল মঙ্গলবার। কিন্তু জঙ্গি হামলার আশঙ্কায় সেই রোড শো করার অনুমতি দেয়নি আমেদাবাদ পুলিস। কিন্তু প্রচারের শেষ দিন বলে কথা, তাঁকে ঠেকায় কে! সবরমতী থেকে সি প্লেনেই উড়ে এলেন মোদী। সঙ্গে দিলেন উন্নয়নের বার্তাও।

গুজরাটের উন্নয়নে যাতে নজর পড়ে সেই জন্যই প্রধানমন্ত্রী এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। মঙ্গলবারই গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচার শেষ হচ্ছে। বৃহষ্পতিবার গুজরাটে দ্বিতীয় দফার ভোট।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*