এবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কন্ডোমের বিজ্ঞাপন দেখাতে পারবে না কোনও টেলিভিশন চ্যানেল। এবিষয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের একটি নির্দেশিকা জারি হলো। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বলা হয়েছে, কন্ডোমের বিজ্ঞাপন শিশুদের জন্য অশোভন এবং অনুপযুক্ত। তাই বেশি রাতে কন্ডোমের বিজ্ঞাপন সম্প্রচার করা উচিত। এবিষয়ে চ্যালেনগুলিকে সতর্কও করেছে মন্ত্রক। কোনও চ্যানেল এই নির্দেশিকা না মানলে কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। সোমবার নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন (NBA) এবং ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশনকে একটি নির্দেশিকায় তথ্য ও সম্প্রচার মন্ত্রক বলেছে, চ্যানেলে বারবার কন্ডোমের বিজ্ঞাপন শিশুদের জন্য ক্ষতিকর হতে পারে ।
সম্প্রতি ASCI-র কাছে সানি লিওনের কন্ডোমের বিজ্ঞাপন নিয়ে বেশ কয়েকটি অভিযোগ আসে। তাতে বলা হয়, টিভিতে অধিকাংশ সময় বিজ্ঞাপনে সানি লিওনের কন্ডোমের বিজ্ঞাপন বেশিমাত্রায় দেখানো হচ্ছে। তা শিশুদের মনে প্রভাব ফেলতে পারে। এই আশঙ্কায় বিজ্ঞাপন বন্ধের দাবি জানানো হয় অভিযোগপত্রে। এরপর অ্যাডভার্টাইসিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া (ASCI) কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রককে চিঠি লিখে জানায়, কন্ডোমের বিজ্ঞাপনে আপত্তি তুলে অনেক অভিযোগ এসেছে। তাই আমাদের পরামর্শ কন্ডোমের বিজ্ঞাপন রাত ১০টা থেকে ভোর ৬ টা পর্যন্ত দেখানো হোক।
Be the first to comment