কলকাতায় মাদক চক্রে নয়া মোড়। মঙ্গলবারও শহরের একাধিক জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বহুমূল্য ড্রাগস উদ্ধার করল নারকোটিক্স সেল। গ্রেফতার হয়েছে আরও ২ মাদক সরবরাহকারী। ধৃতদের নাম নীলয় ঘোষ, জিরম ওয়াটসন। তারা ম্যানেজমেন্টের ছাত্র বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, সোমবার ধৃত ডিজে নিখিল, ডিকসন ও হেনরি লরেন্স মান্নাকে জেরা করে নতুন তথ্য পেয়েছেন তদন্তকারীরা। সেই মতোই এদিনও একাধিক জায়গায় অভিযান চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। উদ্ধার হয় দামী ‘ক্যান্ডি ড্রাগস’ অর্থাৎ লজেন্স মাদক এবং এলএসডি সহ বিভিন্ন ধরনের মাদক৷ ধৃতদের কাছ থেকে যে মাদক লজেন্স উদ্ধার হয়েছে তা এমিডএমএ নামে পরিচিত। এটি ট্যাবলেটের আকারে পাওয়া যায়। ওষুধের মতো গিলে বা চিবিয়ে অথবা জিভের তলায়ও এই লজেন্স রেখে নেশা করা যায়।
Be the first to comment