ক্রিস গেইলের ব্যাটিং তাণ্ডব, ১৮টি ছক্কা

Spread the love

বিপিএলের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিরুদ্ধে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন ক্রিস গেইল। অসাধারণ এক ইনিংস খেলার সাথে নতুন রেকর্ড গড়েছেন। ভেঙে দিয়েছেন তাঁর নিজেরই গড়া পুরনো রেকর্ড। মঙ্গলবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক সাকিব। ক্রিস গেইলের বিধ্বংসী সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভার শেষে মাত্র ১ উইকেট হারিয়ে ২০৬ রানের পাহাড় গড়েছে রংপুর। দলের ৬ রানের মাথায় জনসন চার্লসের উইকেট হারায় রংপুর। এরপর গেইল ও ম্যাককালাম জুটি মিলে ১০৭ বলে ২০১ রান গড়ে দলকে বড় রানে পৌঁছে দেন। গেইল ৬৯ বলে ৫টি চার ও ১৮টি ছক্কার সাহায্যে ১৪৬ রানের ইনিংস খেলেন। অন্যদিকে ম্যাককালাম ৪৩ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন।
টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ১৮টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন গেইল। এর আগে ভারতের আইপিএলে ১৭টি ছক্কা হাঁকিয়েছিলেন গেইল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*