বিপিএলের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিরুদ্ধে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন ক্রিস গেইল। অসাধারণ এক ইনিংস খেলার সাথে নতুন রেকর্ড গড়েছেন। ভেঙে দিয়েছেন তাঁর নিজেরই গড়া পুরনো রেকর্ড। মঙ্গলবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক সাকিব। ক্রিস গেইলের বিধ্বংসী সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভার শেষে মাত্র ১ উইকেট হারিয়ে ২০৬ রানের পাহাড় গড়েছে রংপুর। দলের ৬ রানের মাথায় জনসন চার্লসের উইকেট হারায় রংপুর। এরপর গেইল ও ম্যাককালাম জুটি মিলে ১০৭ বলে ২০১ রান গড়ে দলকে বড় রানে পৌঁছে দেন। গেইল ৬৯ বলে ৫টি চার ও ১৮টি ছক্কার সাহায্যে ১৪৬ রানের ইনিংস খেলেন। অন্যদিকে ম্যাককালাম ৪৩ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন।
টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ১৮টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন গেইল। এর আগে ভারতের আইপিএলে ১৭টি ছক্কা হাঁকিয়েছিলেন গেইল।
Be the first to comment