শিবরাম চক্রবর্তী
(ডিসেম্বর ১৩, ১৯০৩-আগস্ট ২৮, ১৯৮০)
তিনি একজন প্রখ্যাত বাঙালি রম্যলেখক। কবিতা-রচনা দিয়ে সাহিত্য-জীবনের শুরু। প্রথম কবিতা বেরোয় ভারতী পত্রিকায়। প্রথম প্রকাশিত বই দুটিও — ‘মানুস’ ও ‘চুম্বন’ — কবিতার। দুটিই প্রকাশিত হয় ১৯২৯ সালে। তারপর অজস্র লেখা লিখেছেন। প্রবন্ধ, নাটক এবং তুলনাহীন অজস্র হাসির গল্প। লিখেছেন ঈশ্বর পৃথিবী ভালবাসা ও ভালবাসা পৃথিবী ঈশ্বর নামের অনন্য স্মৃতিকথামূূলক দূটি বই। প্রবন্ধের বই : মস্কো বনাম পন্ডিচেরি ও ফানুস ফাটাই। নাটকের গ্রন্থ : যখন তারা কথা বলবে। বিচিত্র জীবন ছিল তার। রাজনীতি করেছেন, জেল খেটেছেন, রাস্তায় কাগজ ফেরি করেছেন, ফুটপাথে রাত্রিবাস করেছেন, সাংবাদিকতা করেছেন, আজীবন মেস-জীবন যাপন করেছেন।
.
শ্রীকান্তের ভ্রমণ-কাহিনী, শুঁড় ওলা বাবা, হরগোবিন্দের যোগফল, বিহার মন্ত্রীর সান্ধ্য বিহার, পাতালে বছর পাঁচেক, স্যাঙাতের সাক্ষাত, যাহা বাহান্ন, পণ্ডিত বিদায়, ঘটোৎকচ বধ, নকুড়বাবুর অনিদ্রা দূর, বিশ্বপতিবাবুর অশ্বত্ব প্রাপ্তি, সমস্যার চূড়ান্ত, আলেকজান্ডারের দিগ্বিজয়, একলব্যের মুন্ডপাত, তারে চড়ার নানান ফ্যাসাদ, প্রকৃতিরসিকের রসিক প্রকৃতি, মহাযুদ্ধের ইতিহাস, মহাপুরুষের সিদ্ধিলাভ, পৃথিবীতে সুখ নেই, নাক নিয়ে নাকাল, নাকে ফোঁড়ার নানান ফাঁড়া, ইঁদুরদের দূর করো, নিকুঞ্জকাকুর গল্প, পাকপ্রণালীর বিপাক, অগ্নিমান্দ্যের মহৌষধ, আস্তে আস্তে ভাঙো, টুকটুকির গল্প, ম্যাও ধরা কি সহজ নাকি, চাঁদে গেলেন হর্ষবর্ধন, চেঞ্জে গেলেন হর্ষবর্ধন, গোঁফের জ্বালায় হর্ষবর্ধন, দোকানে গেলেন হর্ষবর্ধন, গোবর্ধনের প্রাপ্তিযোগ, হর্ষবর্ধনের চৌকিদারি, হর্ষবর্ধনের বিড়ম্বনা, হর্ষবর্ধনের উপর টেক্কা, মামির বাড়ির আবদার, সোনার ফসল, গোলদিঘিতে হর্ষবর্ধন, হর্ষবর্ধনের পাখি শিক্ষা, দেশের মধ্যে নিরুদ্দেশ, বাড়ির ওপর বাড়াবাড়ি, পত্রবাহক, হর্ষবর্ধনের হজম হয় না, হর্ষবর্ধনের অক্কালাভ, ইত্যাদি তাঁর গল্প সমগ্র। এছাড়াও তিনি উপন্যাস ও নাটক রচনা করেছেন।
.
জন্মদিবসে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।
স্বস্তিকা মুখোপাধ্যায়
(জন্ম ১৩ ডিসেম্বর ১৯৮০)
তিনি একজন ভারতীয় বাঙালি মডেল এবং অভিনেত্রী। তিনি অভিনেতা শন্তু মুখোপাধ্যায়ের কন্যা। স্বস্তিকার প্রথমে টেলিভিশন ধারাবাহিক দেবদাসী অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। ২০০৩ সালে তিনি উর্মী চক্রবর্তী পরিচালিত হেমন্তের পাখি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। তার অভিনীত প্রথম প্রধান চরিত্রে অভিনয় করা ছবির নাম মাস্তান।
.
এছাড়াও তিনি ক্রিমিনাল, তবু ভালোবাসি, মন্ত্র, ক্রান্তি, পার্টনার, ব্রেক ফেল, নন্দিনী, ভূতের ভবিষ্যত, আবার আসবো একদিন, বসন্ত উৎসব, তবে তাই হোক, শেষের কবিতা, টেক ওয়ান, ঋন, জাতিস্মর ইত্যাদি সিনেমায় অভিনয় করেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
ইয়ারাগুডিপতি ভেঙ্কটলক্ষ্মী
জন্মঃ ১৩ ডিসেম্বর ১৯৫২
তিনি একজন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী। তামিল, কানাডা, তেলেগু, মালায়ালাম বহু ভাষার সিনেমার সাথে তিনি বিশেষভাবে জড়িত।
.
শ্রী ভাল্লী, জীভানামসাম, কান্নি পেন, মানিপ্পু, পাল কুডাম, ধারী সানাম, থ্রী রু মাগাল, ছাড়াও তিনি বহু সিনেমায় অভিনয় করেছেন। এবল নিজেকে দর্শকমাঝে জনপ্রিয় করে তুলেছেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
দাগ্গুবতী ভেঙ্কটেশ
জন্মঃ ১৩ই ডিসেম্বর ১৯৬০
তিনি একজন ভারতীয় অভিনেতা, মূলত তিনি তেলেগু সিনেমার সাথে যুক্ত। ৩০ বছরের দীর্ঘ চলচ্চিত্র জীবনে তিনি ৭২ টির ও বেশি সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া তিনি বলিউডেও বহু সিনেমায় অভিনয় করেছেন।
.
প্রেমাথরা, মল্লিসওয়ারী, ঘরসনা, সংক্রান্তি, সুরিয়াভামসাম, প্রেমিনচুকুন্দম রা, তকদীরওয়ালা, ধর্মচকরম, কলিযুগ, প্রেমনগর, পান্দাভুলু, স্বর্ণ কমলম, ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেছেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment