সকাল থেকেই কুয়াশায় মোড়া তিলোত্তমা। আর দিন বাড়তে বাড়তে তা একেবারেই গায়েব। তবে চলতি সপ্তাহের শেষের দিকে শীতের আমেজ পেতে পারেন রাজ্যবাসী। শনিবার থেকে পারদ একধাক্কায় তিন থেকে চার ডিগ্রি নেমে যেতে পারে। তবে জাঁকিয়ে শীত কবে পড়বে তা এখনও স্পষ্ট নয়।
বৃহস্পতিবার কলকাতা সহ বিভিন্ন জেলায় ঘন কুয়াশা দেখতে পাওয়া যায়। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশী থাকায় সৃষ্টি হচ্ছে ঘন কুয়াশা। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই কনকনে ঠান্ডা পড়বে বলে জানিয়েছ আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি।
Be the first to comment