আলিপুর চিড়িয়াখানায় আসছে অ্যানাকোন্ডা, চিড়িয়াখানায় কাঁচের এনক্লেভ উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী ও পুরমন্ত্রী

Spread the love

কলকাতা, ১৪ ডিসেম্বর – শীত কমলেই আলিপুর চিড়িয়াখানায় আসছে অ্যানাকোন্ডা ৷ মোট ৪টি অ্যানাকোণ্ডা আসছে শহরে ৷ ফে্ব্রুয়ারীর শেষে বা মার্চের প্রথমেই শহরে আসছে তারা ৷ মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে আসছে এই অ্যানাকোন্ডাগুলি ৷ বদলে আলিপুর চিড়িয়াখানা থেকে মাদ্রাজ পাড়ি দেবে ৪টি কেউটে ও ৪টি শাঁখামুটি ৷

তবে অ্যানাকোণ্ডা শহরেই দেখতে দর্শকদের আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে ৷ তবে আগামীকাল থেকে শহরের দর্শকদের জন্য খুলে দেওয়া হলো চিড়িয়াখানায় আসা সদ্য জীবজন্তুদের ৷ এরমধ্যে থাকছে জাগুয়ার, চিতাবাঘ, মাউস ডিয়ার, ক্যাঙ্গারু ও সিংহ ৷ মাস খানেক আগে জাপান থেকে ক্যাঙারু ও হায়দ্রাবাদের চিড়িয়াখানা থেকে সিংহ, মাউস ডিয়ার, জাগুয়ার নিয়ে আসা হয় ৷ চিতাবাঘ ও জাগুয়ার দেখার জন্য বিশেষ বিদেশী স্টাইলে কাঁচের এনক্লেভ বানানো হয়েছে ৷ এর ফলে দর্শকরা অনেক কাছ থেকে দেখতে পাবে এদের ৷

আজ আলিপুর চিড়ি্যাখানায় এর উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন ও পুরমন্ত্রী ফিরাদ হাকিম ৷ আগামীকাল থেকেই সাধারণ দর্শকদের জন্য এগুলি খুলে দেওয়া হবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*