বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা (ফিফা) স্পেন ফুটবল ফেডারেশনকে হুঁশিয়ারি দিলো। ফিফা দেশটির ফেডারশেনকে স্পেনে রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে এমন হুঁশিয়ারি দিলো। চিঠিতে ফিফা এ নিয়ে বলে, ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনে রাজনেতিক হস্তক্ষেপ হলে ২০১৮’র বিশ্বকাপের বাইরে করা হবে স্পেনকে। গত জুলাই থেকে স্পেন ফুটবল ফেডারেশনের অনবর্তীকালীন দায়িত্ব সামলাচ্ছেন হুয়ান লুইস লারিয়া। কারণ দুর্নীতির দায় নিয়ে সভাপতি অ্যাঙ্গেল মারিয়া ভিয়ার পদত্যাগ নিয়েছেন। আর ফেডারেশনের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দেশটির ফুটবল ফেডারেশন। ফুটবল ফেডারেশনে রাজনৈতিক হস্তক্ষেপের দায়ে যে কোনো দেশকে বাদ করে দেওয়ার ক্ষমতা রাখে ফিফা।
Be the first to comment