প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা কমল নাথের দিকে বন্দুক তাক করায় সাসপেন্ড হলেন এক কনস্টেবল। শুক্রবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা বিমানবন্দরে। কংগ্রেস নেতা যখন বিমানে উঠতে যাবেন, ঠিক তখনই তাঁর দিকে বন্দুক তাক করেন কনস্টেবল রত্নেশ পাওয়ার। তবে ঠিক কী কারণে এই কাণ্ড ঘটাল ওই কনস্টেবল, তা পরিষ্কার নয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত, শুক্রবার ছিন্দওয়ারায় নিজের লোকসভা কেন্দ্রে আসেন কংগ্রেস নেতা কমল নাথ। পুলিশের তরফে জানা গেছে, অনুষ্ঠান শেষে বিকাল সাড়ে ৪টে নাগাদ বিমানবন্দরে তিনি যান। সেখানে নিজের ব্যক্তিগত বিমানে যখন উঠছিলেন তখনই সেখানে কনস্টেবল রত্নেশ পাওয়ার নিজের রাইফেলটি কমল নাথের দিকে তাক করে। এরপরই অন্য পুলিশকর্মীরা রত্নেশ পাওয়ারকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।
ছিন্দওয়ারার অতিরিক্ত পুলিশ কমিশনার নীরজ সোনি বলেন, কনস্টেবল রত্নেশ পাওয়ারকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর শারীরিক পরীক্ষা করা হচ্ছে। ঘটনায় কোনও এফআইআর করা হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Be the first to comment