বিশ্ব পরিবেশ দিবসে গোটা পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী প্রজন্মকে আরও সুন্দর ও সুরক্ষিত রাখতে জীববৈচিত্রকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসবে আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী। পৃথিবীকে বাঁচাতে সবাইকেই নিজেদের দায়িত্ব পালন করতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।
করোনা আবহেই পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। বিশেষ এই দিনে পরিবেশ বাঁচানোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী। জীববৈচিত্র রাক্ষা করতে সবাইকে নিজেদের দায়িত্ব পালনের পরামর্শ নরেন্দ্র মোদীর।
বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, ‘বিশ্ব পরিবেশ দিবসে উত্কৃষ্টমানের জীববৈচিত্র সংরক্ষণের সংকল্পের কথা মনে করতে হবে। পৃথিবীকে আরও উন্নত করতে প্রাণি ও উদ্ভিদকূলকে রক্ষা করতে সংগঠিতভাবে এগিয়ে আসতে হবে। আগামী প্রজন্মের জন্য আরও সুন্দর পৃথিবী যেন আমরা রেখে যেতে পারি।’
প্রতি বছর ৫ জুন গোটা পৃথিবীতে নানা অনুষ্টানের মাধ্যমে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। তবে এবার গোটা বিশ্বে করোনার করাল থাবার জেরে সেই উন্মাদনায় ছেদ পড়েছে। সামাজিক দূরত্ব বজায়ের নিয়ম মেনে চলতে গিয়ে বহু দেশেই অন্যবারগুলির মতো বিশ্ব পরিবেশ দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে না।
Be the first to comment