১৯ ডিসেম্বর স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর ১৪৪ তম জন্মদিবস। মঙ্গলবার তাঁর জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ট্যুইটারে মুখ্যমন্ত্রী লেখেন কালাজ্বরের মতো মারণ রোগের ওষুধ আবিষ্কারক উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর জন্মদিনে তাঁকে স্মরণ করছি।
১৮৮৩ সালের ১৯ ডিসেম্বর তৎকালীন বিহারের জামালপুরে জন্মগ্রহণ করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। বাবার নাম নীলময় ব্রহ্মচারী ও মায়ের নাম সৌরভ সুন্দরী দেবী। জামালপুরের ইস্টার্ণ রেলওয়ে বয়েজ স্কুল থেকে প্রাথমিক পড়াশুনা শেষ করেন উপেন্দ্রনাথ। এরপর ১৮৯৩ সালে হুগলী মহসিন কলেজ থেকে বিএ পাশ করেন। তারপর কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে মাস্টার ডিগ্রি শেষ করেন। মারণ রোগ কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন তিনি। ১৮৯৮ সালে ননীবালা দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। ১৯২৪ সালে রায়বাহাদুর খেতাব এবং ১৯৩৪ সালে নাইটহুড উপাধিতে ভূষিত হন তিনি। এছাড়াও ১৯২৯ সালে নোবেল পুরষ্কার প্রাপকদের তালিকায় তাঁর নাম ঘোষিত হয়। ১৯৪৬ সালের ৬ ফেব্রুয়ারী মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর।
Be the first to comment