মঙ্গলবার পাতিদার অনামত আন্দোলন সমিতির নেতা হার্দিক প্যাটেলকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুজরাট ভোটে ভালো ফল করায় আজ তরুন নেতা হার্দিককে ফোন করলেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে সাংবাদিকদের মমতা ব্যানার্জি জানান দলিত নেতা জিগ্নেশ মেবানি ও কংগ্রেস নেতা অল্পেশ ঠাকোরকেও গুজরাটে ভালো ফল করার জন্য শুভেচ্ছা জানাবেন তিনি।
প্রাণপণ চেষ্টা করেছিলেন কিন্তু শেষরক্ষা করতে পারেন নি। গুজরাট নির্বাচনকে পাখির চোখ করে শাসক দলের দিকে ছুঁড়ে দিয়েছেন একের পর এক চ্যালেঞ্জ। রাহুল গান্ধীর সঙ্গে জোট বেঁধে গুজরাটের তিন তরুন তুর্কী হার্দিক প্যাটেল, জিগ্নেশ মেবানি ও অল্পেশ ঠাকোর রীতিমতো বাজিমাত করেছেন বলা চলে। বিজেপির খাসতালুক গুজরাটে দাঁড়িয়ে বুক ঠুকে লড়াই চালিয়ে গেছেন। বিজেপির দুর্গে কার্যত চিড় ধরিয়েছে বিরোধীরা। আর রাহুল গান্ধীর নেতৃত্বে এই ত্রয়ী গুজরাটে বিজেপিকে যে একটা কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তা সোমবারের ফলাফলেই পরিষ্কার। সোমবার ট্যুইট করে গুজরাটবাসীকে শুভেচ্ছা জানানোর পর মঙ্গলবার হার্দিক প্যাটেলকে ফোন করে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment