দুর্যোগ মোকাবিলায় নবান্ন ও জেলায় কন্ট্রোল রুম খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Spread the love

দুর্যোগ মোকাবিলার জন্য নবান্নসহ বিভিন্ন জেলায় খোলা হচ্ছে কন্ট্রোলরুম ৷ এই কন্ট্রোল রুম থেকে দুর্যোগ পরিস্থিতির উপরে নজর রাখবেন রাজ্য ও জেলা প্রশাসনের আধিকারিকরা । অবস্থা বুঝে উদ্ধারকার্যসহ বিভিন্ন সিদ্ধান্ত নেবেন তাঁরা । দুর্যোগ পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে পরিত্রাণ দিতে রাজ্য ও জেলা প্রশাসনকে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার জন্য গতকাল নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরির কারণে আগামী ৫ দিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। আমফানের পরে সুন্দরবন সংলগ্ন এলাকাগুলির অবস্থা খুবই খারাপ।

ইতিমধ্যেই প্রবল বৃষ্টির কারণে নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে একাধিক মেরামতি বাঁধ ভেঙে বেশ কিছু এলাকায় জল ঢুকে পড়ছে ৷ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এছাড়াও DVC থেকে জল ছাড়ার কারণে একাধিক জেলার নদীতে জলস্তর বিপদসীমায় পৌঁছেছে ৷

আগত ৫ দিনের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে মনে করছে রাজ্যের মুখ্যমন্ত্রীসহ প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তিরা ৷ উদ্বেগ প্রকাশ করে আগেভাগেই রাজ্য প্রশাসনকে সতর্কতামূলক পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, নদী ও সমুদ্র উপকূল সংলগ্ন এলাকাগুলিতে মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করতে হবে । সমুদ্র ও উপকূলবর্তী এলাকায় বসবাস করা সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হবে । দুর্যোগ কবলিত জেলাগুলির জেলাশাসককে কন্ট্রোল রুম তৈরি করে পরিষেবা দিতে হবে । DVC থেকে জল ছাড়ার পূর্বে রাজ্যকে জানাতে হবে ৷

এছাড়া DVC-র জল ছাড়া নিয়ে সতর্ক থাকতে হবে প্রশাসনকে, নির্দেশ মুখ্যমন্ত্রীর ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*