বাণিজ্য সম্মেলনের লগ্নির শ্বেতপত্র জমা করুক রাজ্য, টুইট রাজ্যপালের

Spread the love

অব্যাহত রাজ্য-রাজ্যপাল সংঘাত। কিছুদিন আগেই বাংলায় কোরোনা মোকাবিলায় জিনিসপত্র কেনার ক্ষেত্রে আর্থিক দুর্নীতি হচ্ছে বলে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন রাজ্যপাল ৷ সেই সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছিলেন তিনি ৷ এবার ফের একবার রাজ্যের থেকে শ্বেতপত্র চেয়ে পাঠালেন তিনি। তবে এবারের ইস্যু বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আর্থিক লগ্নি। রাজ্য সরকারের থেকে বিগত পাঁচবারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে যে পরিমাণ টাকা লগ্নি হয়েছে তার শ্বেতপত্র চেয়ে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

টুইটে রাজ্যপাল জগদীপ ধনকড় লিখেছেন, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে এখনও পর্যন্ত প্রস্তাবিত লগ্নির পরিমাণ ১২.৩ লাখ কোটি টাকারও বেশি। এবার শ্বেতপত্র প্রকাশ করে তার বিস্তারিত জানান। কোন কোন সংস্থা বা উদ্যোগপতিরা লগ্নি করেছেন বা করছেন, তাঁদের নাম জানান।

একইসঙ্গে রাজ্য সরকার সংবিধানের তোয়াক্কা করে না বলেও অভিযোগ তোলেন তিনি। অন্য একটি টুইটে তিনি লেখেন, রাজ্যের প্রশাসনিক কাজে কোনও স্বচ্ছতা নেই। সরকারি কর্মচারীরা যাতে রাজনৈতিক দলদাসে পরিণত না হন, তা নিশ্চিত করতে হবে।

https://twitter.com/jdhankhar1/status/1298523592074727425

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*