শীতের আমেজ থাকলেও, জাঁকিয়ে শীত পড়ছে না বড়দিনে। হ্যাঁ, আবহাওয়া দফতর সূত্রে এমনটাই খবর। ঘূর্ণাবর্তের জেরে থমকে আছে শীত। বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরী হয়েছে ঘূর্ণাবর্ত । বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় সকাল হতেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে রাজ্য। তবে বেলা বাড়তেই পরিষ্কার হচ্ছে আকাশ, দেখা মিলছে রোদের। শুক্রবারও বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের বেশি । এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
তবে রবিবারের পর থেকে তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। ফলে বড়দিনে ১৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে তাপমাত্রা ।
Be the first to comment