আরজেডির বনধ ও বিক্ষোভের জেরে প্রাণ গেলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহারে। জানা গিয়েছে, অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তাঁকে। কিন্তু আরজেডি কর্মীদের রাস্তা অবরোধের জেরে দীর্ঘক্ষণ অ্যাম্বুলেন্সের ভিতরেই আটকে থাকেন ওই রোগী। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে মৃতের নাম সন্তোষ ঝা।
প্রসঙ্গত, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নয়া খনন নীতির প্রতিবাদে বৃহষ্পতিবার বিহারে বনধ ডাকে আরজেডি। রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তা আটকে চলছিল প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি। আরজেডি কর্মীদের বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে রাস্তা। আর এর মাঝেই এসে পড়ে অ্যাম্বুলেন্সটি। মৃতের পরিবারের অভিযোগ, বারবার অনুরোধ করা সত্ত্বেও যেতে দেওয়া হয়নি অ্যাম্বুলেন্সটিকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়।
Be the first to comment