টুজির পর এবার আদর্শ আবাসন দুর্নীতি মামলাতেও স্বস্তি পেল কংগ্রেস। আদর্শকাণ্ডে অভিযুক্ত মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চ্যবনের বিরুদ্ধে মামলা দায়ের করতে সিবিআইকে ছাড়পত্র দিয়েছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল। সেই নির্দেশ খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। শুক্রবার আদালত জানায়, আদর্শ আবাসন সোসাইটি দুর্নীতিতে সিবিআই অশোক চ্যবনের বিরুদ্ধে কোনও প্রমাণ পেশ করতে পারেনি।
প্রসঙ্গত, আদর্শ আবাসন দুর্নীতিতে নাম জড়ানোয় মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হয় অশোক চ্যবনকে। সরকার পরিবর্তনের পর ২০১৬ সালে ফৌজদারি ষড়যন্ত্র, জালিয়াতির অভিযোগে অশোক চ্যবনের বিরুদ্ধে সিবিআইকে মামলা দায়েরের নির্দেশ দিয়েছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল সিএইচ বিদ্যাসাগর রাও। রাজ্যপালের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। নিজের দুই আত্মীয়ের জন্য ফ্ল্যাট হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
Be the first to comment