সর্বসাধারণের জন্য খুলে গেল পুরীর মন্দিরের দরজা। তবে আরোপ করা হয়েছে বেশ কিছু বিধিনিষেধ। রবিবার থেকে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা, তবে সঙ্গে থাকতে হবে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট। মুখ অবশ্যই থাকতে হবে মাস্ক।
পুরী মন্দিরের প্রধান কর্মকর্তা কৃষ্ণ কুমার জানিয়েছেন রবিবার থেকে প্রত্যেক ভক্তকে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট নিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরে প্রবেশের ৯৬ ঘন্টা আগের রিপোর্টকেই মান্যতা দেওয়া হবে। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বা আরটি-পিসিআর টেস্ট, যে কোনও রিপোর্ট নিয়ে ঢুকলেই চলবে।
এরই সাথে জানানো হয়েছে এই মন্দিরে প্রবেশের জন্য প্রত্যেকের মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক। মন্দিরে প্রবেশের আগে হাত স্যানিটাইজ করা হবে। কোনও মূর্তি বা স্থাপত্যে হাত দিতে পারবেন না ভক্তরা। পুজো দেওয়ার জন্য ফুল বা মোমবাতি নিয়ে আসা যাবে না। মন্দির চত্বরে বসে মহাপ্রসাদ বা ভোগ খাওয়ার অনুমতি খারিজ করা হয়েছে।
ভক্তরা যাঁরা গাড়ি নিয়ে আসবেন, তাঁদের গাড়ি রাখতে হবে জগন্নাথ বল্লভ মঠ চত্বরে। এছাড়াও জানানো হয়েছে ৬৫ বছরের ওপরের বয়সী, গর্ভবতী মহিলা, ১০ বছরের নীচে শিশুরা মন্দিরে আসতে পারবেন না এই করোনা পরিস্থিতির জন্য। সকাল ৮টা থেকে মন্দিরে প্রবেশের জন্য লাইন দেওয়া শুরু করতে হবে। দেখাতে হবে পরিচয় পত্র।
Be the first to comment