সোমবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীর ৯৩ তম জন্মদিন। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন টুইট করে মোদী বলেন, আমাদের প্রিয় অটলজিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর অসাধারণ নেতৃত্ব ভারতকে আরও উন্নত করে তুলেছে এবং বিশ্বমঞ্চে খ্যাতি আরও বাড়িয়েছে। আমি তাঁর সুস্বাস্থ্য প্রার্থনা করি।
সোমবার সকালে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িও যান বর্তমান প্রধানমন্ত্রী। বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও অটলবিহারি বাজপেয়ির বাড়িতে তাঁকে শুভেচ্ছা জানাতে যান।
এদিকে অটলবিহারি বাজপেয়িকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টুইটারে তিনি বলেন, আমাদের প্রিয় এবং সম্মানিত প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটলবিহারি বাজপেয়িকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
১৯২৪ সালের ২৫ ডিসেম্বর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্মগ্রহণ করেন অটলবিহারি বাজপেয়ি। তাঁর জন্মদিনকে গুড গভর্নেন্স ডে হিসেবে পালন করে সরকার। ১৯৩৯ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দেন অটলবিহারি বাজপেয়ি। ১৯৩৯ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দেন অটলবিহারি বাজপেয়ি। ১৯৪৭ সালে হন পুরো সময়ের সদস্য। ১৯৯৬ সালে প্রথম প্রধানমন্ত্রী পদে বসেন অটলবিহারি বাজপেয়ি। পরে আবারও প্রধানমন্ত্রী হন। এবার তাঁর নেতৃত্বে সরকার স্থায়ী হয় ১৩ মাস। ১৯৯৯ সালের নির্বাচনে তাঁর নেতৃত্বে কেন্দ্রে এনডিএ সরকার গঠন হয়। এছাড়াও ২০১৫ সালে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে।
Be the first to comment