দিল্লিতে দিলীপ ঘোষের বাড়িতে বঙ্গ বিজেপি নেতাদের বৈঠক শেষে দলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক তথা বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন বাংলায় পরিবর্তন যাত্রার সূচনা করবেন জে পি নাড্ডা। সেই ব্যাপারে আলোচনা হল।
তবে পরিবর্তন যাত্রার পাশাপাশি একুশের নির্বাচনকে পাখির চোখ করে দলকে আরও মজবুত করার লক্ষ্যে যে এই বৈঠক হয়েছে তা বিজেপি সুত্রে জানা যাচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ বলেন, আমরা পরিবর্তন যাত্রার অনুমতি প্রশাসনের কাছে চেয়েছি। পেলে ভালো নাহলে আদালতের দ্বারস্থ হতে পারি আমরা। পরবর্তী পদক্ষেপ পরিস্থিতির উপর নির্ভর করে তৈরি হবে।
দিলীপবাবু জানান বাংলাকে ৫ টি জোনে ভাগ করে ৫ টি রথযাত্রা বেরোবে। ৬ তারিখ বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা নবদ্বীপ থেকে পরিবর্তন যাত্রার সূচনা করবেন। তিনি আবার আসবেন ৯ তারিখ। ১০ তারিখ অমিত শাহের আসার সম্ভাবনা। ১১ তারিখ তিনি পরিবর্তন রথযাত্রায় অংশগ্রহণ করবেন।
Be the first to comment