চার কেন্দ্রে প্রার্থী বদল করল তৃণমূল কংগ্রেস। নদিয়া জেলার কল্যাণী, উত্তর ২৪ পরগনার অশোকনগর ও আমডাঙা এবং বীরভূমের দুবরাজপুরের সংরক্ষিত আসনে প্রার্থী বদল করা হয়েছে।
এই চার কেন্দ্রে যথাক্রমে পঞ্চম (১৭ এপ্রিল), ষষ্ঠ (২২ এপ্রিল) এবং অষ্টম (২৯ এপ্রিল) দফায় ভোট রয়েছে। আজ সকালে প্রার্থী বদলের কথা ঘোষণা করে তৃণমূল শিবির।
কল্যাণীতে রমেন্দ্রনাথ বিশ্বাসের পরিবর্তে অনিরুদ্ধ বিশ্বাসকে আনা হয়েছে। অশোকনগরে ধীমান রায়ের পরিবর্তে এসেছেন নারায়ণ গোস্বামী। আমডাঙায় ফিরিয়ে আনা হয়েছে রফিকুর রহমানকে। ২০১১ থেকে ওই কেন্দ্রের বিধায়ক ছিলেন রফিকুর। এ বারে তাঁকে সরিয়ে সেখানে আনা হয় মুস্তাক মোর্তাজা হোসেনকে। তবে শেষ পর্যন্ত নিজের কেন্দ্রই ফিরিয়ে দেওয়া হল রফিকুরকে। একই ভাবে দুবরাজপুরে অস্মিতা ধীবরের নাম ঘোষণা করেও, তাঁকে সরিয়ে দেবব্রত সাহাকে আনা হল।
Be the first to comment