আর ভয় নয় ৷ এবার শুধুই জয় ৷ পশ্চিম বাংলার মানুষের জয় ৷ শনিবার খড়্গপুরের বিএনআর মাঠে নিজের ভাষণ শেষে এভাবেই উপস্থিত জনতাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ ভোটের প্রচারে এদিন ফের একবার বঙ্গসফরে আসেন তিনি ৷ সভার জন্য বেছে নেন খড়পুরকে ৷ সভামঞ্চে বক্তব্য রাখতে উঠে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও তাঁর সরকারকে ৷
মোদীর অভিযোগ, গত ১০ বছরে এই সরকার সেই সমস্ত পদক্ষেপ করেছে, যা বাংলাকে শেষ করে দিয়েছে ৷ এর অবসান ঘটাতে বাংলার মসনদ থেকে তৃণমূলকে হটানোর ডাক দেন মোদি ৷ ফের একবার রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার গঠনের পক্ষে সওয়াল করেন তিনি।
Be the first to comment