বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত এক শিশু, গুরুতর আহত আরও ১

Spread the love

মা কাজে ব্যস্ত ছিলেন। আর বাচ্চারা খেলছিল বাড়ির সামনেই গ্রামের মেঠো পথে। রোজনামচার বিষয় এটি। কিন্তু ভোট বাংলায় বিপদ যে গ্রামের রাস্তার প্রতি মোড়ে, সোমবার তারই প্রমাণ মিলল বর্ধমানের রসিকপুরে। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হল বছর পাঁচেকের এক শিশুর। অপর জনেরও চোট অত্যন্ত গুরুতর। রাজনৈতিক সংঘর্ষে  তপ্ত বাংলা।  যুযুধান প্রতিপক্ষের লড়াই, অভিযোগ পাল্টা অভিযোগের মাঝেই রক্তাক্ত হল শৈশব।

গ্রামের রাস্তার মাঝে চাপ চাপ টাকটা রক্ত। বছর পাঁচেকের দুই শিশুর তাজা রক্ত পড়ে রসিকপুরের মোড়ে। গ্রামের প্রত্যেকটা মানুষ তখন আবেগপ্রবণ! প্রত্যক্ষদর্শীরা বলছেন, চোখের সামনে ঘটনাটি ঘটে গেল। রাস্তার পাশে দুটি সুতোলির বল পড়ে ছিল। দুই শিশু বল ভেবেই কুড়িয়ে নিতে গিয়েছিল সেটি। আর তাতেই বিস্ফোরণ।

মুহূর্তের মধ্যে ধূলোর ঝড়ে অন্ধকার এলাকা। ছিটকে পড়ে যায় শিশু দুটি। বিকট শব্দ শুনতে পেয়ে ততক্ষণে রাস্তার ধারে চলে এসেছেন গ্রামবাসীরা। রক্তাক্ত শিশু দুটি তখন কাতরাচ্ছে। তাদের উদ্ধার করে দ্রুত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই মৃত্যু হয় এক শিশুর।

চিকিৎসকরা জানিয়েছেন, অপর জনের শরীরের একাধিক জায়গায় ক্ষত তৈরি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ৫ দফায় ১৭ এপ্রিল ভোট রাজ্যে। তার আগে রাজনৈতিক সংঘর্ষে ঘটনা ঘটছে এলাকায়। কিন্তু দুই শিশুর মর্মান্তিক পরিণতিৃ যেন ছাপিয়ে গিয়েছে গোটা গ্রামের রাজনীতির আবহকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*