জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল সৃজিতের গুমনামী

Spread the love

এর আগেও একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে তাঁর ছবি। এবার ফের একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে উচ্চারিত হল সৃজিত মুখোপাধ্যায়ের নাম। ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিল পরিচালক সৃজিতের ছবি ‘গুমনামী’। সেরা চিত্রনাট্য এবং সেরা বাংলা ছবি নির্বাচিত হয়েছে ‘গুমনামী’।

প্রসঙ্গত, শুধু ‘গুমনামী’, ‘এক যে ছিল রাজা’-ই নয়, তারও আগে সৃজিত  মুখোপাধ্যায়ের ‘জাতিস্মর’ ৪টি এবং ‘চতুস্কোণ’ দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছিল।

এদিকে ‘গুমনামী’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেওয়ায় প্রযোজনা সংস্থার SVF-র কর্ণধার মহেন্দ্র সোনি বলেন, ” সেরা বাংলা ছবি হিসাবে গুমনামির জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জয় ভীষণই সম্মানের। ছবিটি প্রযোজনার সময় অবশ্যই আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এই ছবিটি নিয়ে আমাদের অনেক আশাও ছিল। আমি সৃজিত মুখোপাধ্যায়কে এজন্য অভিনন্দন জানাতে চাই। ২০১৮ সালে এক যে ছিল রাজ-ছবিটিও একই বিভাগে পুরস্কার জিতে নিয়েছিল। এই মুহূর্তটা আমাদের জন্য গর্বের।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*