রাজ্যে প্রথম দফার নির্বাচন ঘিরে প্রস্তুতি তুঙ্গে।আজ রাত পোহালেই ভাগ্য নির্ধারিত হবে ৫ জেলার ৩০ কেন্দ্রের প্রার্থীদের। পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া থাকবে কড়া নিরাপত্তায় মোড়া। প্রথম দফার নির্বাচনে রাজ্যে বুথে বুথে মোতায়েন করা হয়েছে ৬৫৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
ইতিমধ্যে রাজ্যে ৮০০ কোম্পানি বাহিনী এসে পৌঁছে গিয়েছে। তার মধ্যে ৬৫৯ কোম্পানি শনিবারের নির্বাচনে সুরক্ষার কাজে মোতায়েন থাকবে। বিপুল সংখ্যায় বাহিনী মোতায়েন করে ভোটগ্রহণ প্রক্রিয়া পরিচালনার বিষয়টি নিঃসন্দেহে কমিশনকে নিয়ে আগ্রহ বাড়িয়েছে। ইতিমধ্যে বিভিন্ন নির্বাচন পরিচালনা কেন্দ্রে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। রাজ্য পুলিশও সমান নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এই দফার ভোটে মোট ১২ হাজার রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
Be the first to comment