কাল ৫ জেলার ৩০ কেন্দ্রে ভোট, তুঙ্গে নিরাপত্তা

Spread the love

কাউন্টডাউন শুরু ৷ রাত পোহালেই রাজ্যে শুরু প্রথম দফার ভোট ৷ শনিবার ২৭ মার্চ পাঁচ জেলায় মোট ৩০টি আসনে ভোট হবে ৷ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ভোট ঘিরে থাকছে কড়া নিরাপত্তা ৷ বাড়তি নজর থাকছে দুই মেদিনীপুরের উপর ৷ প্রথম দফায় ব্যবহার করা হবে ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

এই দফায় ১০,২৮৮টি বুথে ভোট হবে । বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো ব্যবহার করতে তিনজন বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন । কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকছে ১১ হাজারের বেশি রাজ্য পুলিশ । তিন থেকে চারটি বুথ রয়েছে যে কেন্দ্রে সেখানে ৮ জনের কেন্দ্রীয় বাহিনী রাখা হবে । পাঁচ থেকে আটটি বুথের কেন্দ্রে ১২ জনের বাহিনী থাকবে । আর ১৫টি বুথের ভোট কেন্দ্রে থাকছে ১৬ জনের কেন্দ্রীয় বাহিনী ।

পূর্ব মেদিনীপুরে ৭টি এবং পশ্চিম মেদিনীপুরে ৬টি কেন্দ্রে ভোট ৷ পশ্চিম মেদিনীপুরে মোতায়েন করা হয়েছে ১২ হাজার ৪০০ জওয়ান ৷ পূর্ব মেদিনীপুরে থাকছে ১৮ হাজার ৮০০ জন জওয়ান ৷ বাঁকুড়ায় ১৬ হাজার ১০০ কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে ৷ পুরুলিয়ায় থাকছে ১৯ হাজার ৫০০ জওয়ান ৷ বুথের বাইরের ১০০ মিটারের মধ্যে থাকবে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী ৷ ১০০ মিটারের বাইরে থাকবে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ । প্রথম দফার নির্বাচনে মাওবাদী অধ্যুষিত এলাকায় রয়েছে বিশেষ সতর্কতা । শালবনি ও খড়গপুর কেন্দ্রে রেড অ্যালার্ট জারি হয়েছে ৷ প্রথম দফায় কোন কোন আসনে ভোট রয়েছে দেখা যাক ৷

পূর্ব মেদিনীপুর : কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, পটাশপুর, ভগবানপুর, খেজুরি, রামনগর, এগরা

পশ্চিম মেদিনীপুর : দাঁতন, কেশিয়াড়ি, খড়গপুর, গড়বেতা, শালবনি, মেদিনীপুর

ঝাড়গ্রাম : বিনপুর, নয়াগ্রাম. গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম

পুরুলিয়া : বাঘমুণ্ডি, বলরামপুর, বান্দোয়ান, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর

বাঁকুড়া : রাইপুর, রানিবাঁধ, ছাতনা, শালতোড়া

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*