প্রথম দফার নির্বাচন আজ, শনিবার শুরু হল পশ্চিমবঙ্গে ৷ আর সেই দিনই নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস ৷ তাদের দাবি, পোলিং এজেন্ট সংক্রান্ত যে নিয়ম এখন রয়েছে, তা বদল করতে হবে ৷
এদিন নির্বাচন কমিশনে হাজির হয়েছিল তৃণমূল কংগ্রেসের আট সদস্যের একটি প্রতিনিধি দল ৷ সেই দলে তৃণমূলের লোকসভার দলনেতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন-সহ অন্যরা ছিলেন ৷
কমিশনের সঙ্গে দেখা করার পর সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, আগে নিয়ম ছিল যে পোলিং এজেন্টকে সেই বুথের ভোটার হতে হবে ৷ কিন্তু এখন সেই নিয়ম বদলে গিয়েছে ৷ এবার বিধানসভা নির্বাচনে সংশ্লিষ্ট বিধানসভা এলাকার যে কেউ ওই এলাকার যে কোনও বুথে পোলিং এজেন্ট হতে পারেন ৷
এবারের এই নিয়ম বাতিল করে ফের পুরনো নিয়মে পোলিং এজেন্ট নিয়োগের দাবি কমিশনের কাছে জানানো হয়েছে বলে জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, প্রথম দফার নির্বাচনে এই নিয়ম বদল করা সম্ভব নয় ৷ কারণ, ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ কিন্তু দ্বিতীয় দফা থেকে অষ্টম দফা পর্যন্ত এই নিয়ম ফেরানোর দাবি জানিয়েছেন তিনি ৷
কেন এই দাবি নিয়ে কমিশনের কাছে গিয়েছিল তৃণমূল কংগ্রেস ? এই প্রশ্নের উত্তরও দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট বুথের ভোটার পোলিং এজেন্ট হলে পরিবেশ সৌহার্দ্যপূর্ণ থাকত ৷ তাছাড়া প্রত্যেক প্রত্যেককে চেনেন ৷ কিন্তু অন্য কোথাও থেকে পোলিং এজেন্ট তাঁকে এলাকার লোকের পক্ষে চেনা সম্ভব নয় ৷ এতে সমস্যা তৈরি হচ্ছে ৷
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপির দাবি মেনে নিয়ে নির্বাচন কমিশন পোলিং এজেন্ট সংক্রান্ত এই নতুন নিয়ম চালু করেছে।
Be the first to comment