শনিবার সকালে নির্বাচনকে কেন্দ্র করে উত্তর ও দক্ষিণ কাঁথির পরিস্থিতির প্রতিক্রিয়া জানালেন শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, ‘উত্তর ও দক্ষিণ কাঁথির একাধিক জায়গা নিয়ে অভিযোগ এসেছে। আমরা নির্বাচন কেন্দ্রে অভিযোগ জানানোর পরে কেন্দ্রীয় বাহিনী আসে।‘ তাঁর প্রতিক্রিয়ায় শুভেন্দু বলেন, ‘রাতে পাকিস্তানিরা গোলমাল করেছে। ফুলবাড়ি ও সিরিয়ায় গোলমাল করেছে। পটাশপুরের ওসিকে বোমা মারা হয়েছে। তাঁরা কোনও রাজনৈতিক দলের বলে আমি মনে করি নাটক।
সকাল থেকেই প্রায় ১০৮ টি ইভিএম খারাপ থাকার খবর আসে। বিভিন্ন জায়গায় ভোট প্রক্রিয়া বন্ধ রাখতে হয়। তার প্রতিক্রিয়ায় শুভেন্দু বলেন,’ বহু জায়গায় ইভিএম খারাপ হয়েছে। তাতে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, সেটা ঠিকই। নির্বাচন কমিশনের বিষয়টি দেখা উচিত।
Be the first to comment