একুশের নির্বাচনের প্রথম দিনেই অশান্ত বাংলা। ভোট ঘিরে পুরুলিয়ায় দফায় দফায় উত্তেজনা ছড়াল। এদিন পুরুলিয়ার ১২৭ নম্বর বুথের বাইরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা বাধে। এক বিজেপি কর্মীকে প্রকাশ্যে গুলি করার হুমকি দেন তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়।
এক ভিডিয়োতে দেখা গিয়েছে, বিজেপি কর্মীর উদ্দেশে তৃণমূল প্রার্থী বলেন, ‘আমাকে চিনিস! গুলি করে দেব।’ সুজয়বাবুর অভিযোগ, ওই বুথে EVM কারচুপি করা হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন প্রিসাইডিং অফিসার। এই ঘটনা ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়।
অন্যদিকে, এদিন পূর্ব মেদিনীপুরের কাঁথির সাবাজপুরে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ উঠল। শিশির-পুত্রের গাড়িতে ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। হামলার জেরে গাড়ির চালক জখম হয়েছেন বলে খবর। উল্লেখ্য, ভোটের মুখে শুভেন্দুর পদ্মশিবিরে যোগদানের পরই তাঁর ভাই সৌমেন্দুও তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন। সংবাদমাধ্যমে সৌমেন্দু অভিযোগ করেন, সাবাজপুরে বুথে রিগিং করছিল তৃণমূল। সেখানে যেতেই হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন তিনি। গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
প্রথম দফার ভোটে রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনা ছড়িয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার মাজনা এলাকায় কাঁথি দেপাল রাজ্য সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসী। ১৭১ নং বুথে বিক্ষোভ দেখানো হয়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। গড়বেতার হেতাশোলায় ২২৬ নম্বর বুথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। শালতোড়া ও পিঠজোড়ায় ভোটারদের প্রভাবিত করতে ছোলা-মুড়ি, চা-বিস্কুট বিলি অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। মেদিনীপুরে লাঠির আঘাতে মাথা ফাটল তৃণমূল কর্মীর, অভিযুক্ত বিজেপি।
Be the first to comment