একুশের ভোটে নজরে নন্দীগ্রাম। তৃণমূল নেত্রী নিজেই সেখানে প্রার্থী। গেরুয়াশিবিরে যোগ দেওয়ার পর ফের নিজের পুরানো কেন্দ্র থেকে লড়ছেন শুভেন্দু অধিকারী। মমতাকে এবার ‘আধ লাখ’ ভোটে হারানোর চ্যালেঞ্জ নিয়েছেন তিনি।
প্রথম দফায় ৫ জেলার ৩০টি আসনে ভোটগ্রহণ প্রায় শেষের পথে। দ্বিতীয় দফায় ভোট হবে নন্দীগ্রামে। তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ৫ দিন এলাকায় থেকে ‘ভোট করে’ ফেরার কথা ঘোষণা করেছেন, তখন শেষবেলায় প্রচার করতে আসছেন অমিত শাহ। ৩০ মার্চ তিনি নন্দীগ্রামে আসতে পারেন বলে খবর বিজেপি সূত্রে।
কাঁথিতে গুন্ডা ঢুকিয়েছে, নন্দীগ্রামে ঢুকিয়েছে’। তৃণমূলনেত্রী কথায়, ‘২৮ মার্চ থেকে ৫ দিন নন্দীগ্রামে থাকব। সব দিকে লক্ষ্য রাখব। ভোট করে তারপর যাব’।
Be the first to comment