অমিত শাহ বলছেন ২০০ আসন; কেন বলছেন? অঙ্ক কষে বুঝিয়ে দিলেন ডেরেক

Spread the love

বাংলায় নাকি ২০০-র বেশি আসনে জয় পাবে বিজেপি। এমনকি প্রথম দফার শান্তিপূর্ণ ভোটে ২৬টি আসন পাবে দল, রাজধানী থেকে এমনই আত্মবিশ্বাসী মত শোনালেন অমিত শাহ। শাহের এই প্রত্যয়কে অবশ্য পাত্তা দিতে রাজি নয় তৃণমূল।

শাহী মন্তব্যের পরেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওটব্রায়েন একটি ট্যুইট করেন। সেখানে তিনি লেখেন, “এখানে মাইন্ডগেম চলবে না। বাংলায় কিছু পাবেন না। গুজরাটের জিমখানায় যান।”

ট্যুইট করার পাশাপাশি এদিন ডেরেক সাংবাদিক বৈঠকে বলেন, “অমিত শাহ এমনটা করে থাকেন। কর্মীদের মনোবল বাড়াতেই এমনটা বলছেন।” অমিত শাহের কথার প্রত্যুত্তর দিতে গিয়ে গোটা দেশে বিজেপির পারফরম্যান্সের টুকরো ইতিহাস তুলে আনলেন ডেরেক ও’ব্রায়েন। তাঁর ব্যখ্যায়, বিহারে ২০১৫ সালে ২৫০টি সিটের মধ্যে ৫৩ টা আসন পেয়েছিল ওঁরা। মধ্যেপ্রদেশে দুই তৃতীয়াংশ বলে এক তৃতীয়াংশ আসন পেয়েছে। ছত্তিশগড়ে অমিত শাহ বলেছিলেন, ২০১৮ সালে ৬৫ টা আসন পাবে, পেয়েছে ১৫ সিট। ঝাড়খণ্ডে ৮০টির মধ্যে পেয়েছে ২৫টি সিট।

প্রসঙ্গত অমিত শাহ এদিন বলেন, বাংলায় এবারের ভোট শান্তিপূর্ণ হয়েছে। কোনও প্রাণনাশ হয়নি। রাজ্য ও জেলার কর্মীদের সঙ্গে কথা বলে যা বুঝেছি তাতে বলতে পারি ৩০টির মধ্যে ২৬টি আসনই জিতব। উল্লেখ্য একই রকম স্বস্তির বার্তা গতকাল ভোট চলাকালেই শোনা গিয়েছিল কৈলাস বিজয়বর্গীয়র মুখে। রাজনৈতিক মহলের ব্যখ্যা এমন বার্তার দুটি কারণ হতে পারে। এক, সত্যিই বিজেপির পক্ষে ভোট হয়েছে। দুই, পায়ের তলায় মাটি সরছে বুঝে আগে ডিফেন্স মেকানিজম সাজাচ্ছে বিজেপি।

বসে নেই তৃণমূলও। দ্বিতীয় দফায় নতুন করে ঘুঁটি সাজানোই লক্ষ্য তাঁদের। শনিবার ১০ প্রতিনিধি নিয়ে কমিশনের অফিসে যাওয়ার পর, আজ আরও একবার কমিশনের শীর্ষকর্তাকে চিঠি দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। ডেরেক-সহ অন্য সব তৃণমূল নেতারই দাবি, অন্য এলাকার ভোটারকে বুথে এজেন্ট করা যাবে না। এজেন্ট করতে হবে যেই এলাকায় বুথ, সেই এলাকারই সংশ্লিষ্ট ব্যক্তিকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*