জীবনের অভিমুখ থিয়েটারের দিকে ঘুরিয়ে দিয়েছিলেন

Spread the love

পিউ চ্যাটার্জি, নাট্যকর্মী : দ্বিজেন বন্দ্যোপাধ্যায় ছিলেন বাংলার থিয়েটার তথা বাংলার চলচ্চিত্র জগতে এক উজ্জ্বল নক্ষত্র। বড়ো পর্দা, ছোটো পর্দা, মঞ্চ—সবেতেই ছিল তাঁর ব্যতিক্রমী উপস্থিতি। চলে গেলেন উৎসবের সময়। উৎসবের সব রঙকে ফিকে করে দিয়ে, সব আলোকে ম্লান করে দিয়ে। দ্বিজেনদা—আমার চিরকালের ‘ভম্মা’।

গোর্কি সদনের লেবেদভ ড্রামা সার্কেলের আমাদের অভিনয় শিক্ষক। ইবসেন-চেকভ-কে হাত ধরে চিনিয়ে দেওয়ার মানুষ—যিনি আমার প্রিয় অভিনেতা থেকে অচিরেই হয়ে গেলেন প্রিয় মানুষ।

জন্ম ২ সেপ্টেম্বর ১৯৪৯। রবীন্দ্র ভারতীর নাট্য বিভাগের লেকচারার, ‘সংস্তব’ নাট্যদলের প্রাণপুরুষ, গড়িয়াহাট জগবন্ধু স্কুলের রিহার্সাল রুমে আর আসবেন না। তিনি থাকবেন সবার মনে চিরদিন। ‘দান সাগর’ নাটকে মেধ, ‘বলিদান’-এর করুণাময়, ‘নিলাম নিলাম’-এর ছোটো ভাই আর ভম্মা, আরও কত চরিত্র। আমাদের কলেজজীবনের অভিমুখ থিয়েটারের দিকে ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। নতুন প্রজন্ম তাঁকে চেনে ‘চুনি পান্না’ অথবা ‘আবার যকের ধন’ টিভি সিরিয়ালে অসাধারণ অভিনয়ের জন্য। যেখানে তিনি গেছেন, সেখানে ভালো থাকুন। শুধু এটুকু বলি, আমরা আপনার কাজ—আপনাকে বড়ো ভালোবাসি দ্বিজেনদা। আপনি থাকবেন আমাদের মাঝে। আপনার সকল কাজ বারবার মনে পড়িয়ে দেবে আপনাকে। প্রণাম দ্বিজেনদা। প্রণাম আপনাকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*