নন্দীগ্রাম থেকে ভোটে লড়েছি, নন্দীগ্রাম থেকেই জিতব; উত্তরবঙ্গের সভায় গিয়ে বললেন মমতা

Spread the love

বৃহস্পতিবার দ্বিতীয় দফার নির্বাচনে নন্দীগ্রামের দিকে ছিল সবার নজর। ভোটের মধ্যেই শুভেন্দু দাবি করেছেন মমতা হেরে গিয়েছেন। পরের দিন অর্থাৎ শুক্রবার উত্তরবঙ্গে গিয়েই মমতা বললেন ‘আমি তো জিতবই’। তবে সরকার গড়তে বাকি প্রার্থীদের জেতাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

পাশাপাশি নরেন্দ্র মোদীর কথার প্রসঙ্গ টেনে এদিন মমতা বলেন, আমি আপনার দলের লোক নই, যে আপনার কথা শুনে আরেক জায়গা থেকে ভোটে লড়ব ৷ নন্দীগ্রাম থেকে ভোটে লড়েছি ৷ নন্দীগ্রাম থেকেই জিতব ৷’’

অন্যদিকে, উত্তরবঙ্গে সভায় রয়েছেন অমিত শাহ। জনসভা থেকে বার্তা দিয়ে তিনি বললেন, ‘উত্তরবঙ্গের সঙ্গে বারবার অন্যায় করেছে দিদি’। রাজবংশীদের সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করা হয়েছে বলেও উল্লেখ করলেন তিনি।

এদিন দিনহাটার সভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করালেন রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়েছেন তিনি। আজ সকালেই নন্দীগ্রাম ছেড়ে উত্তরবঙ্গে উড়ে যান মমতা। দিনহাটার পর, নাটাবাড়ি, ফালাকাটায় সভা করবেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশে গিয়ে মতুয়া মন্দির দর্শন করে এসেছেন নরেন্দ্র মোদী। তা নিয়ে আগেই কটাক্ষ করেছে তৃণমূল। বাংলার ভোটের আগে মতুয়া আবেগ ধরে রাখতেই এমন পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে। তবে এদিনের সভা থেকে মমতা বলেন, আমি গত ২৫ বছর ধরে কেউ বড়মা চিকিৎসা করাত না। আমি নিজের টাকায় চিকিৎসা করিয়েছি। রেল লাইন, রাস্তা করে দিয়েছি ওদের জন্য।

পাশাপাশি মমতা আরও উল্লেখ করেন ৬০ বছর সমাধান হয়নি। ছিটমহল সমস্যা সমাধান করে দিয়েছি। তিনি বলেন, ওখানকার মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে তার ব্যবস্থা করে দিয়েছি। আগামিদিনে আরও করব। ইন্দো-বাংলাদেশ সুসম্পর্ক সবসময় চান বলে উল্লেখ করেন তিনি। তিনি মনে করিয়ে দেন, ক্ষমতায় আসার পর ছিটমহলের কথা তাঁকে বলেছিল কোচবিহারের মানুষ। এরপরই হাসিনার সঙ্গে কথা বলেন তিনি।

দ্বিতীয় দফার ভোট পর্ব শেষ। এবার লক্ষ্য তৃতীয় দফা। বাকি কেন্দ্রগুলিকে সামনে রেখে শুক্রবার রাজ্যে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার উত্তরবঙ্গে পরপর সভা রয়েছে তাঁর। এ দিনই উত্তরবঙ্গে প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এছাড়া একাধিক রোড শো করবেন মিঠুন চক্রবর্তী। ইতিমধ্যেই হাওড়ার পুরশুড়ায় বিজেপি প্রার্থী বিমান ঘোষের সমর্থনে রোড শুরু করেছেন তিনি।

এদিন কোচবিহারের শীতলকুচির পর আলিপুরদুয়ারের কালচিনিতেও সভা করবেন অমিত শাহ। এরপরই উত্তরবঙ্গ থেকে সোজা দক্ষিণবঙ্গে চলে যাবেন তিনি। করবেন দুটি রোড শো। বিকেল ৩টেয় প্রথম রোড শো করবেন বারুইপুরের ফুলতলা থেকে পদ্মপুকুর পর্যন্ত, বিকেল সাড়ে ৪টেয় দ্বিতীয় রোড শো হবে আরামবাগ গ্রাউন্ড স্ট্যান্ড থেকে গৌড়হাটি মোড় পর্যন্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*