দি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের প্রধান ডাক্তার বলরাম ভার্গভ দেশে বাড়তে থাকা অতিমারি সামাল দিতে, বেশি সংক্রমিত জেলাগুলিতে ছয় থেকে আট সপ্তাহ সম্পূর্ণ লকডাউনের সুপারিশ করলেন।
ডাক্তার বলরাম ভার্গভ বলেন, “দেশের ৭১৮টি জেলার চার ভাগের তিন ভাগ অংশেই করোনা সংক্রমণের হার ১০ শতাংশের বেশি। যার মধ্যে রয়েছে নয়াদিল্লি, মুম্বই, বেঙ্গালুরু। দেশের যে জেলাগুলিতে করোনা সংক্রমণের হার ১০ শতাংশের বেশি, সেই জেলাগুলিতে ছয় থেকে আট সপ্তাহ লকডাউন জারি রাখা প্রয়োজন। সংক্রমণের হার ১০ শতাংশের নীচে নামলে তবেই লকডাউন তুলে দেওয়া যেতে পারে।” তিনি জানান, একটা সময় দিল্লিতে সংক্রমণের হার ৩৫ শতাংশে পৌঁছে গিয়েছিল। যদিও এখন তা কমে ১৭ শতাংশে দাঁড়িয়েছে। তাঁর মতে, “যদি এই মুহূর্তে দিল্লিতে লকডাউন তুলে দেওয়া হয়, তার ফলাফল হবে মারাত্মক।”
Be the first to comment