পরিযায়ী শ্রমিকদের খাদ্য সুরক্ষা দিতে নির্দেশ জারির পথে সুপ্রিম কোর্ট

Spread the love

পরিযায়ী এবং আটকে পড়া শ্রমিকদের দুরবস্থা দূর করতে এবার ময়দানে নামল সুপ্রিম কোর্ট ৷ কেন্দ্র এবং রাজ্য সরকারের উদ্দেশ্যে কড়া নির্দেশিকার জারি করতে চলেছে দেশের শীর্ষ আদালত ৷ যেখানে পরিযায়ী শ্রমিকদের রেশন, খাদ্য সুরক্ষা এবং ঘরের ফেরার ব্যবস্থা করতে সরকারকে নির্দেশ দেওয়া হবে ৷ আজই সেই রায় ঘোষণা করা হবে বলে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে ৷

গত বছর মার্চের শেষ সপ্তাহে কেন্দ্রের তরফে হঠাৎ করে লকডাউন ঘোষণার জেরে অথৈ জলে পড়েছিল দেশে বিভিন্ন রাজ্যে কাজ করা পরিযায়ী শ্রমিকরা ৷ লকডাউনে কাজ হারিয়ে হেঁটে নিজেদের রাজ্যে ফিরছিলেন তাঁরা ৷ ফল বহু পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় ৷ চাপের মুখে রাজ্য ও কেন্দ্র মিলে বিশেষ বাস ও ট্রেনের ব্যবস্থা করে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে শুরু করে ৷ সেখানেও একাধিক অব্যবস্থা চোখে পড়েছিল ৷ এবার করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় ফের একবার সঙ্কটের মুখে পরিযায়ী শ্রমিকরা ৷

তবে, এবার পরিযায়ী ও আটকে পড়া শ্রমিকদের দুরাবস্থা ঘোচাতে মাঠে নেমেছে সুপ্রিম কোর্ট ৷ তাঁদের খাদ্য সুরক্ষা, রেশন ও ঘরের ফেরার ব্যবস্থা করতে রায় দেবে শীর্ষ আদালত ৷ আজ সেই রায় ঘোষণা করা হবে ৷ যেখানে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*