কোভিডে মাকে হারালেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। বৃহস্পতিবার সকাল ৬.৪০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শীলা ঘোষ। বেশ কিছুদিন ধরে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শতরূপ ও তাঁর বাবা শিবনাথ ঘোষও সেখানেই চিকিৎসাধীন ছিলেন। বুধবারই বাড়ি ফেরেন শিবনাথবাবু। তার আগে কোভিডমুক্ত হয়ে বাড়ি ফেরেন শতরূপও। কিন্তু ফেরানো গেল না শীলাদেবীকে। মায়ের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বাম যুবনেতা শতরূপ।
ভোটযুদ্ধে হারলেও অতিমারির সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নিজের মানব ধর্মটুকু পালন করতে ত্রুটি রাখেননি শতরূপ। তাঁদের কমিউনিটি কিচেনের রান্না করা খাবারে দু’বেলা পেট ভরছে কত সম্বলহীনের। এই বিপদে এমন বন্ধুই তো পাশে দরকার। মাকে হারানোর যন্ত্রণা বুকে আড়াল করেই হয়ত আবার ময়দানে নামবেন শতরূপ। বিপর্যয়ের পর আবারও ঘুরে দাঁড়াবেন।
শতরূপের পাশে দাঁড়াতে সকালেই গিয়েছিলেন সিপিএম কর্মী সৃজন ভট্টাচার্য। বামকর্মী তথা থিয়েটার শিল্পী সৌরভ পালধিও প্রথম থেকে পাশে থেকেছেন বন্ধু শতরূপের। তিনিই জানালেন, “মায়ের মৃত্যুতে একদম ভেঙে পড়েছেন শতরূপ।”
Be the first to comment