অসমে রাজ্যছাড়াদের শিবিরে রাজ্যপাল, কান্নায় ভেঙে পড়ল আক্রান্তদের পরিবার

Spread the love

বাংলায় ভোট পরবর্তী হিংসার জেরে কোচবিহারের বহু মানুষ অসমে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘরছাড়াদের ঘরে ফেরাতে এবার তাঁদের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। অসমে গিয়ে আক্রান্তদের শিবিরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ কথা বললেন আক্রান্তদের সঙ্গে। রাজ্যপালকে কাছে পেয়ে অভিযোগ জানাতে কান্নায় ভেঙে পড়ে আক্রান্তদের পরিবার। অসমের আগমনীর রাঙ্গাপালি প্রাথমিক বিদ্যালয়ে শিবির ঘুরে দেখেন রাজ্যপাল। অসম পুলিশ প্রশাসনের আধিকারিকরা ছিলেন সেই শিবিরে। রাজ্যপালের সঙ্গে ছিলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক।

গতকাল কোচবিহারে এসেছিলেন রাজ্যপাল। কোচবিহারের মাথাভাঙা শীতলকুচি দিনহাটা সন্ত্রস্ত এলাকা পরিদর্শন করে আক্রান্তদের সঙ্গে কথা বলেন। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে কোচবিহার উত্তপ্ত হয়ে উঠেছিল রাজনৈতিক সংঘর্ষে৷ সন্ত্রস্ত এলাকায় গিয়ে তাঁদের আশ্বস্ত করেছেন রাজ্যপাল। রাতে সার্কিট হাউসে ছিলেন তিনি।

জানা যাচ্ছে, আজ সকালে আবহাওয়া খারাপ হওয়ার কারণে বিএসএফের হেলিকপ্টারের উড়ান সম্ভব হয়নি। তাই সড়ক পথে অসমে যান রাজ্যপাল। অসমের ধুবরী জেলার আগমনিতে যান রাজ্যপাল। রাঙ্গাপালি প্রাথমিক বিদ্যালয়ে শিবিরে আক্রান্তদের সঙ্গে কথা বলেন ৷ যেখানে আশ্রয় নিয়েছেন কোচবিহারের বক্সিরহাট তুফানগঞ্জ ঝাউকুঠি এলাকার আক্রান্ত বিজেপি কর্মীরা ৷ তাঁদের সঙ্গে কথা বলতেই অসমের সেই শিবিরে যান তিনি৷ রাজ্যপাল তাঁদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন ।

এদিকে, ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শীতলকুচি সফরে কোচবিহার পৌঁছেই চড়া সুরে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন রাজ্যপাল। তিনি বলেন, ‘রাজ্যের এই পরিস্থিতি দেখে আমি চুপচাপ রাজভবনে বসে থাকতে পারব না। আমি কোচবিহারের বিভিন্ন জায়গায় যাব। কিন্তু মুখ্যমন্ত্রী আমার সফর নিয়ে প্রশ্ন তুলছেন! চিঠিতে বলছেন প্রশাসনিক নির্দেশে রাজ্যপাল সরকারের মুঠোয় চলে আসবে। সংবিধান ভাঙছেন উনি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*