করোনার দ্বিতীয় ঝড়ে কাবু ভারত। লাগামহীন সংক্রমণে রাশ টানতে টীকাকরণে জোর দিচ্ছে মোদী সরকার। কিন্তু, বিভিন্ন রাজ্যে ভ্যাকসিনের আকাল দেখা দিয়েছে। পর্যাপ্ত ভ্যাকসিন চেয়ে সরব হয়েছে পশ্চিমবঙ্গও। এই প্রেক্ষাপটে এবার বিনামূল্যে আরও করোনার প্রতিষেধক সরবরাহ করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রায় ১ কোটি ৯২ লাখ টিকা দেওয়ার ঘোষণা করা হল। এই ভ্যাকসিনের জন্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোনও টাকা দিতে হবে না। আগামী রবিবার থেকে টিকা পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে। একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘করোনাভাইরাসের থেকে বাঁচতে ভরসা ভ্যাকসিন। গুরুতর সংক্রমণ থেকে এটা আমাদের রক্ষা করবে। ভ্যাকসিন নেওয়ার পরও মাস্ক পরা, দূরত্ববিধি বজায় রাখার মতো সুরক্ষাবিধি মানতে হবে।’ এদিন ফের সকল দেশবাসীকে টিকা নেওয়ার আর্জি জানিয়েছেন মোদী।
উল্লেখ্য, দেশে গত জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে টিকাকরণ। এই মুহূর্তে দেশে দুটি টিকা দেওয়া হচ্ছে। অক্সফোর্ডের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে। সরকারি হাসপাতালগুলিতে কোভিশিল্ডের দাম ৩০০ টাকা ধার্য করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলিতে এই ভ্যাকসিন কিনতে হবে ৬০০ টাকায়। রাজ্যগুলির থেকে কোভ্যাক্সিনের প্রতিটি ডোজের দাম হিসেবে ৪০০ টাকা নেবে ভারত বায়োটেক। বেসরকারি হাসপাতালগুলিকে এক একটি ভ্যাকসিন ডোজের জন্য খরচ করতে হবে ১২০০ টাকা।
এদিকে, আগামী সপ্তাহের মধ্যেই মিলবে রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি। রাশিয়ার টিকা ঘিরে দেশবাসীর একাংশের মধ্যে আগ্রহ দেখা গিয়েছে। এই প্রেক্ষিতে স্পুটনিক ভি টিকা নিতে গেলে কত টাকা খরচ করতে হবে, এ নিয়ে কৌতূহলের সীমা নেই। শুক্রবার ডা. রেড্ডিস ল্যাবরেটরির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল স্পুটনিক ভি-র দাম।
জানা যাচ্ছে, রাশিয়া থেকে আমদানি করা এই ভ্যাকসিনের দাম পড়বে ৯৯৫ টাকা ৪০ পয়সা। সেইসঙ্গে ৫ শতাংশ GST যোগ হবে টিকার দামের সঙ্গে। তবে দেশে এই টিকার উৎপাদন শুরু হলে দাম কমতে পারে। করোনা প্রতিরোধে ৯১.৬ শতাংশ কার্যকারিতা রয়েছে রুশ ভ্যাকসিনের। ফাইজার ও মডার্নার ভ্যাকসিনের পর স্পুটনিক ভি তৃতীয় ভ্যাকসিন, যার কার্যকারিতা বেশি।
Be the first to comment