শনিবার নন্দীগ্রাম যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসার যে অভিযোগগুলি উঠে এসেছে, সেগুলি খতিয়ে দেখতেই আগামীকাল নন্দীগ্রাম যাচ্ছেন তিনি ৷ আজ টুইটারে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল ৷
কাল সকালে বিসিএফের বিশেষ হেলিকপ্টারে নন্দীগ্রামের উদ্দেশে রওনা দেবেন তিনি ৷ সকাল ৯ টা ৪০ মিনিট নাগাদ হরিপুরের হেলিপ্যাডে নামবেন ৷ সেখান থেকে দক্ষিণ কেন্দামারি, বঙ্কিম মোড়, চিল্লাগ্রাম, নন্দীগ্রাম বাজার, টাউন ক্লাব ও সংলগ্ন এলাকাগুলি পরিদর্শন করবেন রাজ্যপাল ৷ সেখান থেকে জানকিনাথ মন্দিরে যাবেন পুজো দিতে।
রাজ্যপালের কোচবিহার সফর নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, রাজ্য সরকারকে এড়িয়ে জেলা সফরে যেতে পারেন না রাজ্যপাল ৷ রাজ্যপালও জানিয়ে দেন তিনি সংবিধান মেনেই যা করার করছেন ৷ আজ সকালে আবারও তিনি সেই একই প্রসঙ্গ তুলে বলেছিলেন, ” রাজ্যপাল পোস্ট অফিস নয় ৷ রাজ্যপালেরও কিছু দায়িত্ব আছে ৷ আমার প্রথম দায়িত্ব দেশের সংবিধান বাঁচানো ৷ আর দ্বিতীয় দায়িত্ব হল মানুষকে সেবা করা ৷ ” এরপরই আজ সন্ধ্যায় ফের টুইট করে নন্দীগ্রাম সফরের কথা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷
Be the first to comment