নারদ কাণ্ডে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। আজ নিজাম প্যালেসে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার পর তাঁদের গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
এই গ্রেফতারির কথা জেনে নিজাম প্যালেসে চলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নিজাম প্যালেসের ভেতরে গ্রেফতার তৃণমূল নেতাদের আইনজীবীদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলছেন বলে জানা গেছে। তিনি বলেন, বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা-মন্ত্রীদের। সিবিআইকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, তাঁকেও গ্রেফতার করতে হবে। তাঁকে গ্রেফতার না করলে তিনি বেরোবেন না।
অন্যদিকে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে বিধায়কদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে নারদ মামলায় চার্জশিট পেশের ব্যাপারে তাঁর কাছে কোনও অনুমতি নেওয়া হয়নি। তিনি সিবিআইয়ের এই কাজ বেআইনি বলে মন্তব্য করেছেন।
যদিও সিবিআই-এর বক্তব্য, গ্রেফতারের পর অধ্যক্ষকে তারা জানিয়ে দেবে। রাজ্যপালের অনুমতি পাওয়া গিয়েছে। সেই ভিত্তিতেই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্রের খবর, নারদকাণ্ডে চার অভিযুক্ত নেতা-মন্ত্রীর বিরুদ্ধে আজ আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই। এই চারজনের পাশাপাশি, নারদকাণ্ডে আর এঅ অভিযুক্ত সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জার বিরুদ্ধেও আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই।
Be the first to comment