করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রিয়াঙ্কা ভট্টাচার্য

Spread the love

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আক্রান্ত অভিনেত্রী মা-বাবাও। কিন্তু তাঁরা বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। প্রিয়াঙ্কার ভাইরাস লোড বেশি থাকায় গত ১৫জুন তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।

প্রিয়াঙ্কার বন্ধু অরিত্র দাস বললেন, “চিকিৎসা চলছে প্রিয়াঙ্কার। প্রথম থেকেই হাসপাতাল কর্তৃপক্ষের খুব সাহায্য পেয়েছি। ওর অত্যন্ত কাশি হচ্ছিল। ভাইরাস লোডও বেশি। সে কারণেই ভর্তি করাতে হল। আমার সঙ্গে দু-একবার ফোনে কথা হয়েছে। বাকি খবর তো হাসপাতাল থেকেই নিতে হচ্ছে। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরুক, এটাই চাইছি এখন।”

https://www.instagram.com/p/CO9S9amNXBd/?utm_source=ig_embed&ig_rid=fb22c42e-4c03-445f-9ca9-5826bef95cd6

প্রিয়ঙ্কার অসুস্থতার খবর পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তাঁরা আরোগ্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সতীর্থরা। কয়েকদিন আগেই জন্মদিন কাটিয়েছেন অভিনেত্রী। করোনা পরিস্থিতিতে সকলের মতোই আতঙ্কিত ছিলেন তিনিও। সে কারণেই বাড়িতেই সেলিব্রেট করেছিলেন। ‘হইচই’ ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্মে ‘মারাদোনার জুতো’-র পর নতুন কোনও কাজ শুরু করতে চাননি তিনি। বরং পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিলেন। জন্মদিনের দিন প্রিয়াঙ্কা বলেন, “বাবা অ্যাজমার পেশেন্ট। বাবা-মায়ের জন্যই এখন বাড়ি থেকে বেরিয়ে শুটিং করতে চাইছি না। একটা ওয়েব সিরিজের কথা হয়ে রয়েছে ৯০ শতাংশ ডান। কিন্তু মাস খানেক পরে শুটিং করব।” ঠিক তারপরই বাবা-মা সহ করোনায় আক্রান্ত হন অভিনেত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*