‘শোভনের জন্যই CBI দফতরে এসেছি’, স্বামীর পাশে দাঁড়ালেন রত্না

Spread the love

নারদ কেলঙ্কারির তদন্তে গ্রেফতার করা হল কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে। একে অপরের বিরুদ্ধে আক্রমণও শানিয়েছেন তাঁরা। কিন্তু, কঠিন সময়ে স্বামীর পাশে দাঁড়ালেন রত্না চট্টোপাধ্যায়। সোমবার প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে CBI। খবর পেয়েই নিজাম প্যালেসে ছুটে গিয়েছেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না। পরে রত্না বললেন, ‘শোভনের জন্যই তো CBI দফতরে এসেছি। অন্য কোনও কারণে আসেনি। আইনজীবী দিয়েছি, দেখা যাক কী হয়’।

অন্যদিকে, নারদ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হয়েছে পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক মদন মিত্রকে। এই প্রসঙ্গে এদিন রত্না বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর প্রতিহিংসাপরায়ণ আচরণ। ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জিততে পারেনি। তাই এসব করেছি। BJP-র প্রতিহিংসাপরায়ণ আচরণ। ভোটে লড়ে পারেনি,তাই এসব করেছে। নোটিশ ছাড়া কাউকে তুলে আনতে পারেনি।’

পাশাপাশি নারদ তদন্তে CBI-এর গ্রেফতারি নিয়ে এবার মুখ খুললেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল। এদিন ম্যাথু স্যামুয়েল বলেছেন, ‘বিচার পেতে অনেকটা সময় লেগে গেল। কিন্তু, দেরি হলেও বিচার হয়েছে। আজ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তবে শুভেন্দু অধিকারীও তো আমার থেকে টাকা নিয়েছেন। সেটা রেকর্ড করাও হয়েছে। তাহলে তাঁকে গ্রেফতার করা হল না কেন? সবার জন্যই এক বিচার হওয়া দরকার।’

উল্লেখ্য, নারদ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে প্রাক্তন পরিবহণমন্ত্রী তথা বর্তমান BJP বিধায়ক শুভেন্দু অধিকারী ও BJP সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়েরও। কিন্তু, তাঁদের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি। যা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। অন্যদিকে, এদিন নিজাম প্যালেসে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*